ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
সোমবার থেকে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা
১০ম গ্রেড বাস্তবায়নে প্রাথমিকের শিক্ষকদের কঠোর আলটিমেটাম
নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবি আদায়ে টানা কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে তিন লাখ সহকারী শিক্ষক। এবার দাবি আদায়ে কঠোর আলটিমেটাম দিয়েছেন তারা। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, রোববার (৩০ নভেম্বর) রাতের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে সোমবার থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা বর্জন করবেন তারা।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মু. মাহবুবর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৭ নভেম্বর থেকে আমাদের লাগাতার কর্মবিরতি চলছে। এর ফলে সারা দেশের ৬৫ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। সরকার যদি রোববারের মধ্যে দাবি না মানে, তবে বাধ্য হয়ে আমরা বার্ষিক পরীক্ষাও বর্জন করব।
আন্দোলনরত শিক্ষকদের মূল দাবিগুলো হলো— সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি।
শিক্ষক নেতারা জানান, এর আগে গত ৮ থেকে ১২ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনকালে মন্ত্রণালয়ের আশ্বাসে তারা ফিরে গিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ২৭ নভেম্বর থেকে তারা ফের কর্মবিরতিতে যেতে বাধ্য হন।
এদিকে, গত ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করে বার্ষিক পরীক্ষা বর্জন না করার অনুরোধ জানান। তিনি উল্লেখ করেন যে পে-কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে। তবে শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ বলেন, তাদের দাবির সঙ্গে পে-কমিশনের সম্পর্ক নেই। সরকার চাইলেই একদিনে দাবি বাস্তবায়ন সম্ভব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন শিক্ষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল