ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

ইউক্রেনকে আবারও ‘অকৃতজ্ঞ’ বললেন ট্রাম্প

২০২৫ নভেম্বর ২৩ ২১:১২:৩৪

ইউক্রেনকে আবারও ‘অকৃতজ্ঞ’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার আবারও ইউক্রেনকে ‘অকৃতজ্ঞ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, রাশিয়ার আগ্রাসনের মোকাবিলায় যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার পরও ইউক্রেন তার প্রতি কোনো কৃতজ্ঞতা দেখাচ্ছে না।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ প্রতিনিধি জেনেভায় রাশিয়ার সঙ্গে যুদ্ধ সমাপ্তির প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “ইউক্রেনের নেতৃত্ব আমাদের প্রচেষ্টার প্রতি শূন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।” তিনি যুদ্ধকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার পূর্বসূরি জো বাইডেনকে তীব্রভাবে আক্রমণ করেছেন। তবে তিনি রাশিয়া বা মস্কোর বিরুদ্ধে সরাসরি কোনো নিন্দা জানাননি।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ হিসেবে কটাক্ষ করেছিলেন। ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, বাইডেন প্রশাসনের অধীনে ইউক্রেন ৩৫০ বিলিয়ন বা ৩৫ হাজার কোটি ডলার সহায়তা পেলেও জেলেনস্কি কৃতজ্ঞতা প্রকাশ করেননি।

সাংবাদিকদের সামনে ট্রাম্প জেলেনস্কিকে একাধিকবার আক্রমণ করে বলেন, “আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। আপনার দেশের মানুষ সাহসী, কিন্তু আপনাকে হয়তো (রাশিয়ার সঙ্গে) চুক্তি করতে হবে, নইলে আমরা আর আপনাদের পাশে থাকব না। যদি আমরা না থাকি, আপনাকে একা লড়তে হবে।”

ট্রাম্প ও জেলেনস্কির মতপার্থক্য একপর্যায়ে চিৎকার-চ্যাঁচামেচায় পৌঁছে যায়। ট্রাম্প বলেন, “আপনি যুদ্ধে হেরে যাচ্ছেন, মানুষ মারা যাচ্ছে, সেনার সংখ্যা ক্রমশ কমছে। আপনার হাতে আর বিকল্প নেই। একবার আমরা চুক্তি সই করলে, আপনি ভালো অবস্থানে আসবেন। তবে কৃতজ্ঞ মনে হচ্ছে না, যা ভালো কোনো বিষয় নয়।”

এতে শুধু ট্রাম্পই নয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও জেলেনস্কির সঙ্গে বিতণ্ডায় জড়ান। ওভাল অফিসে বসে তিনি মন্তব্য করেন, “আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না।” ট্রাম্প মাথা নেড়ে একমত প্রকাশ করেন। জেলেনস্কি উঁচু গলায় উত্তর দেন, “আমি বহুবার বলেছি, যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত