ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
যুদ্ধবিরিতি ভেঙে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত ২৮
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যস্থতার মধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সংঘটিত এ হামলায় তিন শিশুসহ কমপক্ষে ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৭৭ জন আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে ইসরায়েল তিনটি ভিন্ন স্থানে ব্যাপক বোমা নিক্ষেপ করেছে। দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বিকেল নাগাদ বিমান হামলায় বহু মানুষ হতাহত হন। গাজা সিটির পূর্বাংশ শুজাইয়া এলাকায় হামলা হলে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। জেইতুন মহল্লার একটি ভবনে আঘাত হানলে একটি পুরো পরিবারসহ কমপক্ষে ১০ জন নিহত হন।
আল জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, একজন বাবা-মা এবং তাদের তিন সন্তান ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি বলেন, “যুদ্ধবিরতির পরও অব্যাহত বোমাবর্ষণে সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছেন।”
এই হামলায় ইসরায়েল ও হামাস পাল্টাপাল্টি অভিযোগ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনুস এলাকায় তাদের সেনাদের ওপর গুলি চালানো হলে তারা পাল্টা হামলা করতে বাধ্য হয়েছে। হামাস এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইসরায়েল ভুয়া অজুহাত দেখিয়ে হামলা চালাচ্ছে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় গণহত্যা চালানোর উদ্দেশ্যে পরিস্থিতি উত্তপ্ত করছেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রস্তাবে গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং বোর্ড অব পিস গঠনের মাধ্যমে হামাসকে নিয়ন্ত্রণ থেকে সরে দাঁড়াতে নির্দেশ দিয়েছে। কিন্তু ইসরায়েল হামলা চালানো অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, বুধবার লেবাননেও ইসরায়েলি অভিযান পরিচালনা করে। এর আগের দিন দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বিমান হামলায় ১৩ জনের বেশি নিহত হওয়ার পর দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি