ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

যুদ্ধবিরিতি ভেঙে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত ২৮

২০২৫ নভেম্বর ২০ ০৯:১১:৫৫

যুদ্ধবিরিতি ভেঙে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যস্থতার মধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সংঘটিত এ হামলায় তিন শিশুসহ কমপক্ষে ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৭৭ জন আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে ইসরায়েল তিনটি ভিন্ন স্থানে ব্যাপক বোমা নিক্ষেপ করেছে। দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বিকেল নাগাদ বিমান হামলায় বহু মানুষ হতাহত হন। গাজা সিটির পূর্বাংশ শুজাইয়া এলাকায় হামলা হলে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। জেইতুন মহল্লার একটি ভবনে আঘাত হানলে একটি পুরো পরিবারসহ কমপক্ষে ১০ জন নিহত হন।

আল জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, একজন বাবা-মা এবং তাদের তিন সন্তান ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি বলেন, “যুদ্ধবিরতির পরও অব্যাহত বোমাবর্ষণে সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছেন।”

এই হামলায় ইসরায়েল ও হামাস পাল্টাপাল্টি অভিযোগ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনুস এলাকায় তাদের সেনাদের ওপর গুলি চালানো হলে তারা পাল্টা হামলা করতে বাধ্য হয়েছে। হামাস এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইসরায়েল ভুয়া অজুহাত দেখিয়ে হামলা চালাচ্ছে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় গণহত্যা চালানোর উদ্দেশ্যে পরিস্থিতি উত্তপ্ত করছেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রস্তাবে গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং বোর্ড অব পিস গঠনের মাধ্যমে হামাসকে নিয়ন্ত্রণ থেকে সরে দাঁড়াতে নির্দেশ দিয়েছে। কিন্তু ইসরায়েল হামলা চালানো অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, বুধবার লেবাননেও ইসরায়েলি অভিযান পরিচালনা করে। এর আগের দিন দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বিমান হামলায় ১৩ জনের বেশি নিহত হওয়ার পর দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত