ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

আজ ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ

২০২৫ নভেম্বর ১৮ ১৭:৪১:২৬

আজ ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ

সরকার ফারাবী: আজ রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবার মাঠে নামছে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিল। প্রতিপক্ষ তিউনিসিয়া। চলতি বছর এটি ব্রাজিলের শেষ ম্যাচ এরপর সেলেসাওদের পুনরায় অ্যাকশনে দেখা যাবে আগামী মার্চে। তাই ম্যাচটিকে ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে।

নিচে সময়, দলগত অবস্থা, মাঠের তথ্য ও লাইভ দেখার পূর্ণ বিবরণ তুলে ধরা হলো।

ম্যাচ সময় ও ভেন্যু

ভিডিওতে প্রচারিত তথ্য অনুসারে, ব্রাজিল–তিউনিসিয়া প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর।

সময় (বাংলাদেশ): রাত ১:৩০ মিনিট

স্থান: ফ্রান্সের লীলে অবস্থিত স্টেড পিয়েরে-মাওরোয়া (Stade Pierre-Mauroy)

ব্রাজিল দল ইতোমধ্যেই লীলে পৌঁছেছে এবং ম্যাচ-পূর্ব অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে।

ব্রাজিল স্কোয়াড: ইনজুরি ধাক্কা ও নতুন ডাক

তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল বড় ধাক্কা খেয়েছে রক্ষণভাগে। সেনেগালের বিপক্ষে আগের ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছিলেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস। ৫৯তম মিনিটে আঘাত পাওয়ার পর ৬৪তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ফলে আজ রাতে তিউনিসিয়ার বিপক্ষে তাকে দেখা যাবে না।

তার জায়গায় স্কোয়াডে যোগ দিয়েছেন অ্যালেক্স স্যান্ড্রো রিবেইরো।

কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, সেনেগালের ম্যাচে ব্যবহৃত কৌশল বজায় থাকবে। তবে তার ইঙ্গিত অনুযায়ী একাদশে কিছু রদবদল দেখা যেতে পারে।

সম্ভাব্য একাদশ (৪-২-৩-১ ফরমেশন)

গোলকিপার:এদেরসন

রক্ষণভাগ:ওয়েসলি, মার্কিনহোস, এদের মিলিতাও, স্যান্ড্রো

মধ্যমাঠ:ব্রুনো গিমারায়েস, ক্যাসেমিরো

অ্যাটাকিং থ্রি:ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এস্তেভাও

স্ট্রাইকার:জোয়াও পেদ্রো

আগের ম্যাচে স্ট্রাইকার হিসেবে ম্যাথিউস কুনহাকে দেখা গেলেও এবার সামনে জায়গা পেতে পারেন জোয়াও পেদ্রো।

হেড-টু-হেড রেকর্ড

ব্রাজিল ও তিউনিসিয়া সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২২ সালে। নেইমার থাকা সেই ম্যাচে ব্রাজিল জয় পায় ৫–১ গোলের বড় ব্যবধানে। এবার নেইমারকে ছাড়াই মাঠে নামলেও সেলেসাওরা আত্মবিশ্বাসী।

লাইভ দেখার উপায়

ম্যাচটি অনলাইনে দেখতে পারবেন খুব সহজেই।

অ্যাপের মাধ্যমে:

গুগল থেকে Sportzfy অ্যাপ ডাউনলোড করে সরাসরি দেখা যাবে।

ফেসবুক লাইভ:

ম্যাচ চলাকালীন ফেসবুকে “Brazil vs Tunisia live match today” সার্চ করলে বিভিন্ন পেজে লাইভ স্ট্রিম পাওয়া যাবে।

ট্যাগ: ব্রাজিল ফুটবল দল Brazil National Team brazil football match আন্তর্জাতিক প্রীতি ম্যাচ Brazil Match Time Brazil football team Brazil friendly match Brazil lineup Brazil Football News ব্রাজিল ম্যাচ আপডেট football live today ব্রাজিল আজকের খেলা Brazil match schedule ব্রাজিল সম্ভাব্য একাদশ Brazil live streaming ব্রাজিল ম্যাচ আজ ব্রাজিল ফুটবল লাইভ international friendly live আজকের ব্রাজিল ম্যাচ Brazil match update ব্রাজিল ফুটবল নিউজ ব্রাজিল বনাম তিউনিসিয়া লাইভ ব্রাজিল তিউনিসিয়া প্রীতি ম্যাচ বাংলাদেশে ব্রাজিল ম্যাচ সময় স্পোর্টজফাই অ্যাপ লাইভ তিউনিসিয়া ফুটবল দল ব্রাজিল ম্যাচ লাইভ স্ট্রিম ব্রাজিল লাইভ দেখার উপায় ব্রাজিল স্কোয়াড আপডেট তিউনিসিয়া ম্যাচ সময় ব্রাজিল তিউনিসিয়া স্কোর ব্রাজিল হেড টু হেড ব্রাজিল টিম ইনজুরি ব্রাজিল অনুশীলন ব্রাজিল খেলার সময়সূচি ব্রাজিল তিউনিসিয়া স্ট্রিমিং আন্তর্জাতিক ফুটবল লাইভ Brazil vs Tunisia Live Tunisia vs Brazil Football Sportzfy App Live Tunisia Football Team Brazil Live Today Brazil vs Tunisia Score Brazil Squad Update Brazil Injuries Brazil Training Brazil Match Live Stream Brazil Live Match Today Brazil Head to Head Tunisia National Team

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত