ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
বিশ্বের আলোচিত ৪৮ রাষ্ট্রনেতা, যারা পেয়েছেন মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক :মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করেছে। বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম সাবেক সরকারপ্রধান যিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন। এই রায়ের সঙ্গে তুলনীয়ভাবে বিশ্ব ইতিহাসেও বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। তবে সবার রায় কার্যকর হয়নি; কেউ দেশ থেকে পালিয়েছেন, কেউ আপিলের প্রক্রিয়ায় সাজা হ্রাস পেয়েছেন। এর মধ্যে ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
দণ্ডপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানদের মধ্যে স্বৈরতান্ত্রিক শাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ছিল। রোমানিয়ার প্রেসিডেন্ট নিকোলাই চসেস্কু ১৯৮৯ সালে পিপলস ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়ে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই দেশের অন্য প্রেসিডেন্ট ইয়ন আন্তোনেস্কুও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর হয়।ইতালির ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনি ১৯৪৫ সালে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী আইভান বাগরিয়ানোভ, দুব্রি বোঝিলোভ এবং বগদান ফিলভও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। নরওয়েজিয়ান সেনা কর্মকর্তা ভিডকুন কুইসলিংও নাৎসি সহযোগিতার দায়ে ১৯৪৫ সালে মৃত্যুদণ্ডে কার্যকর হয়।
তুরস্কের প্রেসিডেন্ট সেলাল বায়ার, সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ারের জাঁ‑বেদেল বোকাসা, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো, ইরানের প্রধানমন্ত্রী শাহ মোহাম্মদ রেজা পাহলভী, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চুন দু‑হুয়ান এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসও বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন।
আধুনিক ও প্রাচীন ইতিহাসে আরও অনেক সম্রাট, রাজা ও রাষ্ট্রপ্রধান বিভিন্ন অপরাধ, রাজনৈতিক বিরোধ বা শাসনকালীন হিংসাত্মক কার্যকলাপের কারণে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন এল সালভাদরের প্রেসিডেন্ট গেরার্দো বারিওস, রুশ জার দ্বিতীয় নিকোলাস, চীনের চেন গংবো ও লিয়াং হোংঝি, ইংল্যান্ডের প্রথম চার্লস, ফ্রান্সের লুই ষোড়শসহ মধ্যযুগের চীনা রাজবংশের সম্রাটরা।
এই ইতিহাসিক প্রেক্ষাপটে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক মাপকাঠিতে অনন্য নয়, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অত্যন্ত সংবেদনশীল ও বিতর্কিত ঘটনা হিসেবে চিহ্নিত। এটি দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রীকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত করার ঘটনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)