ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ

২০২৫ নভেম্বর ১৫ ১৯:৩৯:৫৭

কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ

সরকার ফারাবী: ১৫ নভেম্বর ২০২৫ ফুটবলভক্তদের অপেক্ষার প্রহর শেষ। আজ লন্ডনের ঐতিহ্যবাহী এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আফ্রিকার শক্তিশালী প্রতিনিধি সেনেগাল। উত্তেজনাপূর্ণ এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে। ম্যাচ দেখার উপায় থেকে শুরু করে সম্ভাব্য একাদশ সব তথ্যই এক নজরে।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ-পূর্ব উত্তেজনা

৬১ হাজার দর্শকধারণ ক্ষমতাসম্পন্ন এমিরেটস স্টেডিয়াম ইতোমধ্যেই উৎসবের রঙে সেজেছে। ব্রাজিল এবং সেনেগালকে একনজর দেখার জন্য সব টিকিট বিক্রি হয়ে গেছে। দুই দলের প্রতি সমর্থকদের উন্মাদনা স্পষ্ট।

আনচেলত্তির নজর: ডিফেন্স শক্তিশালী করা

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, বিশ্বকাপের আগে রক্ষণভাগকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তার মতে, ডিফেন্সই দলকে ধারাবাহিক জয়ের পথে এগিয়ে নেয়।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যে কৌশল প্রয়োগ করা হয়েছিল, তা আজও দেখা যেতে পারে। যদিও পরিস্থিতি অনুযায়ী ফরমেশনে কিছু পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-২-৪ ফরমেশন)

গোলরক্ষক– এডারসন

ডিফেন্ডার– অ্যালেক্স সান্দ্রো– গ্যাব্রিয়েল মাগালহায়েস– মার্কুইনহোস– এডার মিলিটাও

মিডফিল্ড– ক্যাসেমিরো– ব্রুনো গুইমারেস

ফরোয়ার্ড– রদ্রিগো– ভিনি জুনিয়র– এস্তেভাও উইলিয়াম– ম্যাথিউস কুনহা

হেড-টু-হেড রেকর্ড: সেনেগালের বিপক্ষে জয়ের মুখ দেখেনি ব্রাজিল

এখন পর্যন্ত দুই ম্যাচে সেনেগালের বিপক্ষে জয় নেই ব্রাজিলের একটি ম্যাচ ড্র, অন্যটিতে ৪–২ গোলে পরাজয়। তাই আজকের ম্যাচটি সেলেকাওদের জন্য রেকর্ডের খাতায় প্রথম জয় তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ।

বাংলাদেশে কোথায় দেখবেন ব্রাজিল–সেনেগাল ম্যাচ?

লাইভ দেখতে এখানেক্লিককরুন

টেলিভিশন:

বাংলাদেশের কয়েকটি ক্রীড়া চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

মোবাইল/অনলাইন:

Sportzfy অ্যাপে ম্যাচটি লাইভ দেখা যাবে। ফেসবুকেও লাইভ পাওয়া যেতে পারে। সার্চ করবেন:“Brazil vs Senegal live match today”

ট্যাগ: আন্তর্জাতিক ফুটবল ব্রাজিল ফুটবল কার্লো আনচেলত্তি brazil live brazil match today brazil football এমিরেটস স্টেডিয়াম ব্রাজিল বনাম সেনেগাল brazil vs Senegal international football Carlo Ancelotti Senegal Football Senegal Squad Brazil Match Time Vinicius Junior Brazil Highlights Brazil vs Senegal Live Stream সেনেগাল ফুটবল সেনেগাল স্কোয়াড Emirates Stadium ফুটবল আপডেট Brazil lineup ভিনি জুনিয়র football live today Football Updates আজকের ফুটবল ম্যাচ Sportzfy live ব্রাজিল আজকের খেলা সেনেগাল আজকের খেলা Today Football Match প্রীতি ম্যাচ আজ Sportzfy লাইভ ব্রাজিল স্কোর Brazil vs Senegal live match today ব্রাজিল ম্যাচ লাইভ ব্রাজিল সম্ভাব্য একাদশ ব্রাজিল লাইভ স্ট্রিমিং ফুটবল লাইভ আজ ব্রাজিল ম্যাচ সময় ব্রাজিল লাইভ টিভি সেনেগাল স্কোর ব্রাজিল হাইলাইটস ব্রাজিল নিউজ ব্রাজিল vs সেনেগাল লাইভ Senegal live Senegal match today Brazil live streaming Brazil live TV Brazil score Senegal score Brazil news

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ