ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

টানা উত্থানের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

২০২৫ নভেম্বর ১৪ ১৯:১৮:১২

টানা উত্থানের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে টানা সাত দিনের ধারাবাহিক উত্থানের পর স্বর্ণের দাম অবশেষে কিছুটা নিম্নমুখী হয়েছে। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে কি না—রিজার্ভ কর্মকর্তাদের কঠোর মন্তব্যে সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের আচরণে প্রভাব পড়ে এবং স্বর্ণের উত্থানে কিছু ভাটা পড়ে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা ৪৪ মিনিটে (গ্রিনিজ টাইম) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ১৬৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে। যদিও সেশনের শুরুতে দাম ৪ হাজার ২১১ দশমিক ০৬ ডলারে উঠেছিল। তবে সপ্তাহিক হিসাবে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে।

একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ১৭০ দশমিক ১০ ডলারে লেনদেন হয়েছে।

এরআগে গত সোমবার স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৬০ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে একদিন পরই মঙ্গলবার স্বর্ণের দাম ৫ দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৩০ দশমিক ৪০ ডলারে নেমে আসে।

বিশেষজ্ঞরা বলছেন, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় মার্কিন ডলার দুর্বল হওয়া, কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত স্বর্ণ ক্রয়, বিনিয়োগকারীদের শক্তিশালী চাহিদা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর প্রত্যাশায় বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদের দিকে ঝুঁকছেন।

অ্যাক্টিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্তা বলেন, সরকারি কার্যক্রম পুনরায় শুরু হলেও নতুন অর্থনৈতিক ডেটার অভাব এবং ফেডের আগামী সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের দ্বিধা বাড়িয়েছে। এতে স্বর্ণের ঊর্ধ্বগতি সীমিত হয়ে গেছে।

মূলত, সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার কমালেও, ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন—আরও একটি সুদহ্রাস আসবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এদিকে সোনার দাম কমলেও বেড়েছে রুপার দাম। শুক্রবার ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্পট সিলভার ৫২ দশমিক ৬৮ ডলারে বিক্রি হচ্ছে।

বাংলাদেশে শুক্রবার ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। তার আগের দিন, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রতি ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে নতুন দাম ঘোষণা করে বাজুস, যা শুক্রবার থেকে কার্যকর হয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত