ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

২০২৫ নভেম্বর ১৪ ০৮:৩৬:২০

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ শুক্রবার বিশ্বব্যাপী পালন করা হচ্ছে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপিত হবে।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ১৭০টি দেশে এ দিবস পালিত হয়।

১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) দিনটি ঘোষণা করে এবং ২০০৭ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে বাংলাদেশ সরকার বিষয়টি জাতিসংঘে উত্থাপন করলে ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘ প্রস্তাবটি গৃহীত হয়।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় এবং একই সময়ে দু’জন নতুন রোগী শনাক্ত হয়।

দিবসটি সামনে রেখে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দুই দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ ছাড়া সমিতির বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান ও জেলা পর্যায়ের অধিভুক্ত সংগঠনগুলোও সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করেছে।

আজ সকাল সাড়ে ৮টায় শাহবাগ বারডেম কার পার্কিং এলাকা থেকে টেনিস ক্লাব গেট পর্যন্ত ‘রোড শো’ (প্লাকার্ড হাতে অবস্থান কর্মসূচি) পালন করা হবে। এ ছাড়া সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ৪র্থ তলায় হার্ট, নিউরো ও ভাসকুলার ক্যাম্প হ্রাসকৃত মূল্যে পরিচালিত হবে।

আগামীকাল ১৫ নভেম্বর সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম, এনএইচএন ও বিআইএইচএস-এর বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হবে।

দিবস উপলক্ষে ১৫ নভেম্বর বেলা ১০টায় বারডেম অডিটোরিয়ামে আলোচনা সভা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)-এর এমিরেটাস অধ্যাপক হাজেরা মাহতাব। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান।

এ ছাড়া আজ ও আগামীকাল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বারডেমের ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ক্লিনিক্যাল হেমাটোলজি বিভাগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলবে।

ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিশেষ ক্রোড়পত্র, নিউজলেটার, পোস্টার, লিফলেট ও স্টিকার প্রকাশসহ বিভিন্ন প্রচারণামূলক উদ্যোগও নেওয়া হয়েছে, যা দিবসটির তাৎপর্য আরও বিস্তৃত করবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: ইংরেজি নববর্ষ ২০২৬-এর প্রথম দিন থেকেই দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।... বিস্তারিত