ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

এনআইকেডিইউ-তে লাইভ ইউরোলজি সার্জারির ওয়ার্কশপ আগামীকাল

২০২৫ ডিসেম্বর ২৮ ২০:০৭:৪১

এনআইকেডিইউ-তে লাইভ ইউরোলজি সার্জারির ওয়ার্কশপ আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস (বিএইউএস) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি (এনআইকেডিইউ) যৌথভাবে আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ রোজ সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত 'Live Operative Workshop on Advanced Urological Laparoscopic Surgery' আয়োজন করতে যাচ্ছে। কর্মশালাটি এনআইকেডিইউ-এর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে।

রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস্ (বিএইউএস) এর আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিকুর রহমান ও সদস্য সচিব অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আন্তর্জাতিক ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশি বংশোদ্ভূত বিখ্যাত রোবটিক ও ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডাঃ মোতাহার আহমেদ। তিনি বর্তমানে রাটগার্স ইউনিভার্সিটি মেডিকেল স্কুল, নিউইয়র্ক, নিউ জার্সি, যুক্তরাষ্ট্রে অধ্যাপক এবং হ্যাকেনস্যাক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের সেন্টার ফর ব্লাডার ক্যান্সারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও কর্মশালায় দেশের প্রখ্যাত ইউরোলজিস্টগণও ফ্যাকাল্টি হিসেবে অপারেশনে অংশগ্রহণ করবেন।

কর্মশালায় কিডনি, প্রোস্টেট গ্রন্থি এবং মূত্রথলির টিউমারের অত্যাধুনিক ল্যাপারোস্কোপি সার্জারি এনআইকেডিইউ-এর ওটিমুখী সরাসরি মাল্টিপারপাস হলে সম্প্রচার করা হবে। এতে অংশগ্রহণ করবেন দেশের নবীন এবং প্রবীণ ইউরোলজি বিশেষজ্ঞগণ, পাশাপাশি ইউরোলজি এমএস/এফসিপিএস চূড়ান্ত পর্বের ছাত্র ও ছাত্রীরাও।

এই কর্মশালার মাধ্যমে দেশের চিকিৎসা সম্প্রদায় ল্যাপারোস্কোপিক ইউরোলজির উন্নত প্রযুক্তি এবং আধুনিক সার্জারির সঙ্গে পরিচিত হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত