ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২
এমপিওর দাবিতে টানা ৩১ দিনে গড়াল ইবতেদায়ি শিক্ষকদের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্তির দাবিতে টানা ৩১তম দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
বুধবার তারা রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
গত মঙ্গলবার ২১ সদস্যের এক প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে শিক্ষকরা জানান, অনুদানবিহীন প্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আজ বৈঠক করবেন। সেখানে শিগগিরই অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বেতন-ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই আশ্বাসের ভিত্তিতে শিক্ষকরা অনশন কর্মসূচি প্রত্যাহার করলেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এর আগে গত ৫ নভেম্বর শিক্ষকরা ঘোষণা দিয়েছিলেন, ১০ নভেম্বর দুপুর ১২টার মধ্যে জাতীয়করণের ঘোষণা বাস্তবায়িত না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। সেই অনুযায়ী সোমবার তারা অর্ধদিবস অনশন কর্মসূচি পালন করেন। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকরা।
অন্যদিকে, আন্দোলনের প্রেক্ষিতে সম্প্রতি অন্তর্বর্তী সরকার স্বীকৃতিপ্রাপ্ত এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেছেন বলে জানা গেছে। তবে আন্দোলনরত শিক্ষকরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী বনাম নোয়াখালীর শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-জানুন ফলাফল
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- রংপুর বনাম চট্টগ্রামের জমজমাট ম্যাচটি শেষ: জেনে নিন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)