ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

আর্জেন্টিনা জাতীয় দল থেকে বাদ গুরুত্বপূর্ণ তিন তারকা, জানুন কারণ

২০২৫ নভেম্বর ১১ ১৮:৩১:০০

আর্জেন্টিনা জাতীয় দল থেকে বাদ গুরুত্বপূর্ণ তিন তারকা, জানুন কারণ

সরকার ফারাবী: জাতীয় দলের পক্ষ থেকে বড়সড় এক ধাক্কা খেলেন আর্জেন্টিনার বর্ষীয়ান কোচ লিওনেল স্কালোনি। আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা সফরের আগে স্কোয়াড থেকে ছিটকে গেলেন দলের গুরুত্বপূর্ণ তিন তারকা হুলিয়ান আলভারেস, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমেওনে। স্বাস্থ্যবিধি ও বাধ্যতামূলক নিয়ম অনুযায়ী, গন্তব্য মধ্য আফ্রিকায় ভ্রমণের জন্য প্রয়োজনীয় হলুদ জ্বরের (ইয়েলো ফিভার) টিকা না নেওয়ায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই তিন ফুটবলারকে জাতীয় দল থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে।

আগামী শুক্রবার অ্যাঙ্গোলার বিপক্ষে চলতি বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু মধ্য আফ্রিকায় ভ্রমণের জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে যে, ইয়েলো ফিভারের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। শুধু তাই নয়, আরও সাতটি ভিন্ন রোগের জন্য সতর্কতামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।

যদিও স্কালোনির ঘোষিত দল অ্যাঙ্গোলা সফরের জন্য প্রস্তুত ছিল, কিন্তু সময়সীমার মধ্যে আলভারেস, মোলিনা এবং সিমেওনে ইয়েলো ফিভার ভ্যাকসিনের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারেননি। এই ত্রুটির কারণেই পূর্বঘোষিত দল থেকে বাদ পড়লেন তারা। এছাড়াও, ডিফেন্ডার এনজো ফার্নান্দেজ আগে থেকেই হাঁটুর চোটের কারণে স্কোয়াডে থাকতে পারেননি।

স্কোয়াডে রদবদল ও নতুন মুখ:

এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে দলে যুক্ত করা হয়েছে তিন নতুন সদস্যকে। দলে সুযোগ পেয়েছেন দুই ডিফেন্ডার কেভিন ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্তিনেস এবং উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া।

বিশেষ করে মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বড় ভাই কেভিন ম্যাক অ্যালিস্টারের আন্তর্জাতিক অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাঙ্গোলার বিপক্ষে এই ম্যাচে। তবে, চোট থেকে সদ্য ফেরা ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসকে দলে ডাকা হলেও, তিনি শুধুমাত্র দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন বলে জানা গেছে।

অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচটি খেলার পর এই বছরের জন্য আর্জেন্টিনার আর কোনো আন্তর্জাতিক সূচি নেই। বিশ্ব চ্যাম্পিয়নদের পরবর্তী ম্যাচ ২০২৬ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে, যেখানে তারা ফিনালিসিমা ম্যাচে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে। বর্তমান আন্তর্জাতিক বিরতিতে মূলত দুটি ম্যাচ খেলার পরিকল্পনা থাকলেও, দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ তারা যথাসময়ে চূড়ান্ত করতে পারেনি। তাই শুক্রবার অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচটি শেষ হওয়ার পর লিওনেল স্কালোনির দল এই বিরতির বাকি চার দিন শুধুমাত্র নিবিড় অনুশীলন ক্যাম্প পরিচালনা করবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার

আজকের মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার লেনদেনও গুরুত্বপূর্ণ... বিস্তারিত