ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
মালদ্বীপে ‘ভারা এক্সপো ২০২৫’-এ প্রশংসিত বাংলাদেশ
প্রবাস ডেস্ক: মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ বাংলাদেশের শিক্ষা খাতের উদ্যোগ ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) হলোমালের সেন্ট্রাল পার্কে মালদ্বীপের শিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘ভারা এক্সপো ২০২৫’ উদ্বোধনের পর তিনি বাংলাদেশ হাইকমিশনের স্টল পরিদর্শনকালে এই প্রশংসা করেন।
এবারের ‘ভারা এক্সপো’তে বাংলাদেশ অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
এক্সপোর শিক্ষা জোনে বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউটসহ মোট সাতটি প্রধান শিক্ষাক্ষেত্র প্রদর্শিত হয়। এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি ও গবেষণার সুযোগ প্রদান করছে, যা মালদ্বীপের শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশি সন্তানদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
ফার্স্ট লেডি স্টল পরিদর্শনের সময় হাইকমিশনার ড. নজমুল ইসলাম তাকে ‘দি আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক শিল্প গ্রন্থ উপহার দেন।
‘ভারা এক্সপো ২০২৫’ মালদ্বীপে প্রথমবারের মতো আয়োজিত একটি বৃহৎ জাতীয় প্রদর্শনী, যার প্রধান লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন। এই এক্সপোতে এক হাজারেরও বেশি চাকরির সুযোগ এবং পাঁচশটিরও বেশি শিক্ষা কোর্স প্রদর্শিত হচ্ছে। সম্প্রতি চালু হওয়া হায়ার এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন ও আবেদন করতে পারছে।
হাইকমিশনার ড. নজমুল ইসলাম বলেন, বাংলাদেশ শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মালদ্বীপের জাতীয় উন্নয়ন যাত্রায় একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিন দিনব্যাপী এই এক্সপোর শিক্ষা জোনে বাংলাদেশি মালিকানাধীন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজও অংশ নিয়েছে। এক্সপোটি শনিবার (৮ নভেম্বর) শেষ হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি