ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

পাঁচ শরিয়াহ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

২০২৫ নভেম্বর ০৬ ১২:৫৭:৪৪

পাঁচ শরিয়াহ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: একীভূত হওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকা শেয়ারবাজারের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে। সিদ্ধান্তটি শেয়ারবাজারে একটি বড় উদ্বেগের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) নোটিশের মাধ্যমে ডিএসই আনুষ্ঠানিকভাবে যে ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত করেছে, সেগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

ডিএসই জানিয়েছে, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ১৫ অনুসারে গত ৫ নভেম্বর থেকে এই ব্যাংকগুলোকে ‘অ-কার্যকর’ হিসাবে ঘোষণা করা হয়েছে।

ডিএসই আরও উল্লেখ করেছে, ব্যাংকগুলো তাদের অবহিত করেছে যে বাংলাদেশ ব্যাংক ৫ নভেম্বর তারিখে চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছে—ব্যাংকগুলো এখন থেকে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ অনুসারে পরিচালিত হবে। এছাড়াও, বাংলাদেশ ব্যাংক আরেকটি চিঠির মাধ্যমে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদও ভেঙে দিয়েছে।

এদিকে, বুধবার (০৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। গভর্নর বলেন, এই পাঁচটি ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে। ফলে শেয়ারগুলোর ভ্যালু জিরো হিসেবে বিবেচিত হবে এবং কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না।

নিয়ন্ত্রক সংস্থার এমন নজিরবিহীন কঠোর পদক্ষেপ এবং শেয়ার লেনদেন স্থগিতের এই ঘটনা দেশের আর্থিক খাতে চলমান সংস্কারের ইঙ্গিত বহন করছে। এটি শেয়ারবাজারে ব্যাংক খাতের অন্য দুর্বল প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকারীদের মধ্যেও এক ধরনের সতর্ক পরিস্থিতি তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত