ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

গা’জায় ক্ষুধা-শীতের হাহাকার, ত্রাণের পথে দেয়াল ই’সরায়েল

২০২৫ নভেম্বর ০৫ ১৩:৪০:৫৮

গা’জায় ক্ষুধা-শীতের হাহাকার, ত্রাণের পথে দেয়াল ই’সরায়েল

আন্তর্জাতিক ডেস্ক :ইসরায়েলের আরোপিত অবরোধের কারণে গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ সীমিত হয়ে পড়েছে। ফলে খাদ্য ও মৌলিক চাহিদার অভাবে লাখো মানুষের জীবন শীতের আগেই চরম মানবিক সংকটে পড়েছে। জাতিসংঘ বলছে, এখন মানুষের জীবন বাঁচানোর লড়াই সময়ের সঙ্গে প্রতিযোগিতায় পরিণত হয়েছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর জ্যেষ্ঠ মুখপাত্র এবীর এটেফা জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ত্রাণ কিছুটা বাড়লেও মাত্র দুটি সীমান্ত ক্রসিং খোলা থাকায় সেটি অত্যন্ত সীমিত। তিনি বলেন, “আমরা পূর্ণ প্রবেশাধিকার চাই। দ্রুত ত্রাণ না পৌঁছালে শীতের মধ্যে ক্ষুধা ও দুর্ভোগ আরও বেড়ে যাবে।”

ডব্লিউএফপি বর্তমানে গাজায় ৪৪টি খাদ্য বিতরণ কেন্দ্র চালু রেখেছে এবং ১০ অক্টোবর থেকে এক মিলিয়নের বেশি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। তবে বিশেষ করে উত্তর গাজায় ত্রাণ পৌঁছানো এখনও অত্যন্ত কঠিন, যেখানে আগস্টেই দুর্ভিক্ষের সতর্কতা জারি করেছিলেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

এরই মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফিরতে বাধ্য হয়েছে। অধিকাংশ পরিবারই পেয়েছে ভাঙা ঘরবাড়ি ও ধ্বংসস্তূপ। বহু মানুষ এখনও তাঁবু বা অস্থায়ী ঝুপড়িতে দিন কাটাচ্ছে। গাজার বাসিন্দা খালিদ আল-দাহদৌহ বলেন, “শীত আসছে, আমাদের কোনো তাঁবু নেই। তাই কাদামাটি দিয়ে ছোট্ট আশ্রয় তৈরি করেছি। ঠান্ডা ও বৃষ্টির হাত থেকে বাঁচার এটুকুই ভরসা।”

ত্রাণ প্রবেশে বাধা আরও স্পষ্ট হয়ে উঠেছে পরিসংখ্যানেও। ১০ থেকে ৩১ অক্টোবরের মধ্যে মোট ৩,২০৩টি বাণিজ্যিক ও সহায়তা ট্রাক গাজায় প্রবেশ করেছে— যা দৈনিক ৬০০ ট্রাকের চুক্তির কেবল ২৪ শতাংশ। এ অবস্থায় জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা ইসরায়েলের কাছে দ্রুত ত্রাণ প্রবেশের পথ খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছে।

এদিকে, ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার গাজার জাবালিয়া ও তুফ্ফাহ এলাকায় হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত অন্তত ২৪০ জন নিহত ও ৬০৭ জন আহত হয়েছেন। ইসরায়েল দাবি করছে, হামাস চুক্তি লঙ্ঘন করায় তারা পাল্টা অভিযান চালাচ্ছে। একইদিন আন্তর্জাতিক রেডক্রসের মাধ্যমে এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত