ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
ব্রাজিল স্কোয়াড: সেনেগাল-তিউনিসিয়ার ম্যাচের জন্য দল ঘোষণা কার্লো আনচেলত্তির
                                    সরকার ফারাবী: আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি (Carlo Ancelotti) ঘোষণা করেছেন শক্তিশালী এক স্কোয়াড। সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে ইউরোপে অনুষ্ঠিতব্য এই দুটি ম্যাচকে তিনি মনে করছেন ২০২৩ সালের পরবর্তী আন্তর্জাতিক লড়াইয়ের আগে দলের চূড়ান্ত প্রস্তুতির মঞ্চ হিসেবে।
প্রস্তুতির শেষ ধাপ
এই দুটি ম্যাচে আনচেলোত্তি নিজের কৌশলগত পরিকল্পনাগুলো পরীক্ষা করার সুযোগ পাবেন। অভিজ্ঞ ও উদীয়মান খেলোয়াড়দের সমন্বয়ে গড়া নতুন এই দল সেলেসাওদের (Seleção) শক্তি ও গভীরতা উভয়কেই ফুটিয়ে তুলেছে। ম্যাচগুলোতে তরুণদের পারফরম্যান্সই হতে পারে দলের ভবিষ্যৎ গঠনের ইঙ্গিত।
নতুনদের আগমন: লুসিয়ানো জুবা ও ভিতোর রকে
ঘোষিত দলে একাধিক নতুন মুখ যুক্ত হয়েছেন। বাহিয়ার লুসিয়ানো জুবা এবং পালমেইরাসের তরুণ ফরোয়ার্ড ভিতোর রকে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাচ্ছেন। আনচেলোত্তির এই সিদ্ধান্ত তার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ যেখানে তরুণদের অভিজ্ঞতার সঙ্গে মিশিয়ে দলের ভিত্তি শক্ত করা হচ্ছে।
গত আন্তর্জাতিক বিরতিতে এশিয়া সফরে ব্রাজিল দুটি ম্যাচ খেলেছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫–০ গোলের বিশাল জয়ে উজ্জ্বল শুরু করলেও, জাপানের কাছে ৩–২ গোলে হারের তিক্ত স্বাদ পায় দলটি। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এসেছে।
আনচেলোত্তির নির্বাচিত ২২ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক:বেন্টো (আল-নাসর), এডারসন (ফেনেরবাহচে), হুগো সুজা (করিন্থিয়ান্স)।
রক্ষণভাগ:অ্যালেক্স স্যান্ড্রো (ফ্ল্যামেঙ্গো), কাইও হেনরিক (মোনাকো), দানিলো (ফ্ল্যামেঙ্গো), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফ্যাব্রিজিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), লুসিয়ানো জুবা (বাহিয়া), মার্কিনিয়োস (পিএসজি), পাওলো হেনরিক (ভাস্কো), ওয়েসলি (রোমা)।
মাঝমাঠ:আন্দ্রে সান্তোস (চেলসি), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফাবিনহো (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম), এস্তেভাও (চেলসি)।
আক্রমণভাগ:জোয়াও পেদ্রো (চেলসি), লুইজ হেনরিক (জেনিত), ম্যাথিউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনি জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিতোর রকে (পালমেইরাস)।
নজর সবার: নতুন রূপের সেলেসাও
আনচেলোত্তির নেতৃত্বে এই নতুন ব্রাজিল দল এখন প্রস্তুত ইউরোপের মাটিতে চ্যালেঞ্জ নিতে। সেনেগাল ও তিউনিসিয়ার মতো আফ্রিকার শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পারফরম্যান্সই নির্ধারণ করবে বিশ্বকাপের পথে ব্রাজিল কতটা প্রস্তুত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)