ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

আর্জেন্টিনা বনাম বেলজিয়াম: নাটকীয় ম্যাচে ৫ গোল, দেখুন ফলাফল

২০২৫ নভেম্বর ০৪ ০৯:০৯:৫২

আর্জেন্টিনা বনাম বেলজিয়াম: নাটকীয় ম্যাচে ৫ গোল, দেখুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ ডি-র প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দল। রোমাঞ্চকর পাঁচ গোলের লড়াইয়ে তারা ৩-২ গোলে হারিয়েছে বেলজিয়ামকে। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে শুভ সূচনা করল তরুণ আর্জেন্টাইনরা।

রোমাঞ্চে ভরা প্রথম ম্যাচ, গোলবদলের ঝড়

ম্যাচের প্রথমার্ধেই দেখা মেলে রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতার। ৩৬তম মিনিটে রামিরো তুলিয়ানের গোলে আর্জেন্টিনা এগিয়ে যায়। তবে অতিরিক্ত সময়ে (৪৫+৪ মিনিটে) আর্থার ডু কিম্পে গোল করে বেলজিয়ামকে সমতায় ফেরান। প্রথমার্ধ শেষ হয় ১-১ স্কোরলাইনে।

দ্বিতীয়ার্ধে আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে বেলজিয়াম। ৫৯তম মিনিটে স্ট্যান নায়ের্ট গোল করে ২-১ গোলে দলকে এগিয়ে নেন। কিন্তু এখানেই থেমে যায় বেলজিয়ামের আনন্দ। মাত্র দুই মিনিটের ব্যবধানে আর্জেন্টিনা দারুণ কামব্যাক করে খেলার মোড় ঘুরিয়ে দেয়।

মাত্র দুই মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ

৬৯তম মিনিটে ফ্যাকুন্ডো জাইনোকোস্কি গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান। এরপর ৭১তম মিনিটে ফেলিপে এসকিভেলের দারুণ গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত এই গোলই নির্ধারণ করে ম্যাচের ফলাফল। পূর্ণ ৯০ মিনিট শেষে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

গোলদাতাদের তালিকা (Full-Time)

আর্জেন্টিনা U-17 (৩): রামিরো তুলিয়ান (৩৬’), ফ্যাকুন্ডো জাইনোকোস্কি (৬৯’), ফেলিপে এসকিভেল (৭১’)বেলজিয়াম U-17 (২): আর্থার ডু কিম্পে (৪৫+৪’), স্ট্যান নায়ের্ট (৫৯’)

গ্রুপ ডি-এর বর্তমান চিত্র

এই জয়ের ফলে আর্জেন্টিনা গ্রুপ ডি-র পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আর্জেন্টিনা ও তিউনিসিয়া দু’দলই ৩ পয়েন্ট অর্জন করেছে তবে তিউনিসিয়া +২ গোল পার্থক্য নিয়ে শীর্ষে, আর আর্জেন্টিনা +১ গোল পার্থক্য নিয়ে দ্বিতীয়। অন্যদিকে বেলজিয়াম ও ফিজি এখনো পয়েন্টবঞ্চিত।

ম্যাচ পরিসংখ্যান

পূর্ণ সময়ের পরিসংখ্যান অনুযায়ী উভয় দলেরই শট, টার্গেট, বল দখল, পাস, ফাউল, অফসাইড ও কর্নার সবখানেই প্রায় সমান তীব্রতা দেখা গেছে। উভয় দল একটি করে হলুদ কার্ড পায়, যা ম্যাচের প্রতিদ্বন্দ্বিতার মাত্রা বোঝায়।

এই রোমাঞ্চকর জয়ের পর আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল পরবর্তী ম্যাচে আরও আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত