ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
মোবারক হোসেন
রিপোর্টার
মোবারক হোসেন: জনপ্রিয় স্বাস্থ্যপানীয় হরলিকসের বিক্রি বেড়ে যাওয়ায় ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) দারুণ প্রত্যাবর্তন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড (ইউসিসিএল)। এই সময়ে কোম্পানিটির রাজস্ব বেড়েছে ২৬ শতাংশ, যা দাঁড়িয়েছে ১০০ কোটি টাকার বেশি। গত বছরের একই সময়ে আয় ছিল প্রায় ৮০ কোটি টাকা।
২০২৪ সালে দ্বিগুণ সংখ্যার মুদ্রাস্ফীতির চাপে হরলিকসের বিক্রি কমে গেলেও টানা তিন প্রান্তিক ধরে বিক্রিতে প্রবৃদ্ধি দেখছে কোম্পানিটি।
ইউনিলিভারের চেয়ারম্যান মাসুদ খান গণমাধ্যমকে বলেছেন, “ছোট প্যাকের হরলিকস আবারও বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে। মুদ্রাস্ফীতি কমে যাওয়ায় নিম্নআয়ের মানুষও এখন পুষ্টিকর পণ্যের দিকে ফিরছে।”
রাজস্বে হরলিকসের দাপট, মুনাফায় ৫৫% প্রবৃদ্ধি
তৃতীয় প্রান্তিকে কোম্পানির মোট আয়ের ৯০ শতাংশের বেশি এসেছে হরলিকস থেকে।
এই সময়ে ইউনিলিভারের নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ৭০ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৫ শতাংশ বেশি।
প্রতি শেয়ারে আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৮০ পয়সা, যা এক বছর আগে ছিল ৮ টাকা ২৬ পয়সা।
হরলিকস বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ৯৬ কোটি ১০ লাখ টাকায়—বৃদ্ধি ২৪ শতাংশ।
অন্যদিকে গ্লুকোজ পাউডারের বিক্রি ১০ শতাংশ কমে ৪ কোটি ৭০ লাখ টাকায় নেমেছে।
চাহিদা ফিরেছে, ক্রয়ক্ষমতা বেড়েছে
রাজস্ব বৃদ্ধির পেছনে প্রধান কারণ হলো দাম স্থিতিশীলতা ও ক্রয়ক্ষমতা বৃদ্ধি।
কোম্পানিটির চেয়ারম্যান বলেন, “মুদ্রাস্ফীতি কমায় ভোক্তারা আবারও হরলিকসের দিকে ঝুঁকছে। উন্নত মার্কেটিং ও শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা বৃদ্ধিও বিক্রিতে বড় ভূমিকা রেখেছে।”
চলতি বছরের জানুয়ারি–সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানির মোট মুনাফা দাঁড়িয়েছে ৬২ কোটি ৮০ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি।
এই সময়ে নীট আর্থিক আয় বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ২০ লাখ টাকা—বৃদ্ধি ৩৯ শতাংশ।
পাঁচ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
ইউনিলিভার কনজিউমার কেয়ার চলতি বছর দিয়েছে ৫২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড—যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।
তবে ২০২৪ সালে কোম্পানির বার্ষিক মুনাফা ৩০ শতাংশ কমে ৬৬ কোটি ৭০ লাখ টাকায় দাঁড়িয়েছিল, কারণ সেই বছর মুদ্রাস্ফীতির চাপে বিক্রিতে ধস নামে।
১৯৭৬ সালে বাংলাদেশে গ্ল্যাক্সোস্মিথক্লাইন হিসেবে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ২০২০ সালে ইউনিলিভার গ্রুপ অধিগ্রহণ করে। তখন থেকেই কোম্পানিটি ভোক্তাপ্রধান স্বাস্থ্যপণ্য বাজারে নতুনভাবে মনোযোগ দেয়।
রোববার (০২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে ইউনিলিভার কনজিউমার কেয়ারের শেয়ারমূল্য ২০ টাকা ৫০ পয়সা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪০১ টাকা ১০ পয়সায়।
বর্তমানে এটি ডিএসইর চতুর্থ সর্বোচ্চ মূল্যমানের শেয়ার।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড