ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)

২০২৫ নভেম্বর ০২ ০১:১৯:৫৭

রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)

সরকার ফারাবী: লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ আবারও মাঠে ফিরছে সদ্য অর্জিত এল ক্লাসিকোর রোমাঞ্চকর জয় উদযাপন করে। জাবি আলোনসোর অধীনে দুর্দান্ত ছন্দে থাকা লস ব্লাঙ্কোস শনিবার সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে মুখোমুখি হবে সংগ্রামী ভ্যালেন্সিয়ার বিপক্ষে।

জয়ের ধারায় রিয়াল, চ্যালেঞ্জে ভ্যালেন্সিয়া

প্রথম এল ক্লাসিকোতেই কোচ জাবি আলোনসো বার্সেলোনার বিপক্ষে দলকে এনে দেন এক স্মরণীয় জয়, যা তাদের লা লিগার পয়েন্ট টেবিলে পাঁচ পয়েন্টের ব্যবধানে শীর্ষে নিয়ে গেছে। ফর্মের শিখরে রয়েছেন কাইলিয়ান এমবাপ্পে ১০ ম্যাচে ১১ গোল করে দলের আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন তিনি। অপরদিকে, জুড বেলিংহ্যাম তার ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখেছেন রিয়ালের সর্বশেষ তিনটি গোলে সরাসরি অবদান রেখেছেন এই ইংলিশ মিডফিল্ডার।

অন্যদিকে, ভ্যালেন্সিয়ার জন্য সময়টা মোটেই ভালো যাচ্ছে না। কার্লোস কোলবেরানের নেতৃত্বে দলটি লা লিগায় টানা পাঁচ ম্যাচ জয়হীন। যদিও কোপা দেল রে-তে মাঝসপ্তাহে ৫-০ গোলের জয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা, বার্নাব্যুতে এখন তাদের লক্ষ্য রিয়ালের বিপক্ষে এক অঘটন ঘটানো।

ম্যাচের সময় ও ভেন্যু

শনিবার, ১ নভেম্বর সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। ম্যাচটি শুরু হবে রাত ৮টা GMT-তে যা যুক্তরাষ্ট্রে বিকাল ৪টা ET এবং দুপুর ১টা PT। বাংলাদেশে খেলা দেখা যাবে রাত ২টায়।

কোথায় দেখা যাবে ম্যাচটি

বিশ্বজুড়ে ভক্তদের জন্য এই ম্যাচের সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে —

যুক্তরাষ্ট্র (USA): ESPN Select, ESPN App ও fuboTV-তে দেখা যাবে ইংরেজি ভাষায়। স্প্যানিশ ভাষায় সম্প্রচার হবে ESPN Deportes-এ।

যুক্তরাজ্য (UK): Disney+ Premium প্ল্যাটফর্মে ম্যাচটি একচেটিয়াভাবে দেখা যাবে।

কানাডা (Canada): TSN+ ও Prime Video-এর সাবস্ক্রিপশন থাকলে সরাসরি দেখা সম্ভব।

মেক্সিকো (Mexico): Sky+ এবং Sky Sports চ্যানেলে সম্প্রচারিত হবে।

বাংলাদেশ: স্থানীয় দর্শকরা yalla1shoot ওয়েবসাইটে বিনামূল্যে ম্যাচটি উপভোগ করতে পারবেন।

সরাসরি লাইভ দেখতে এখানেক্লিককরুন

রিয়াল মাদ্রিদের পরবর্তী লড়াই

ভ্যালেন্সিয়া ম্যাচ শেষে খুব অল্প সময়ের মধ্যেই রিয়াল মাদ্রিদকে যেতে হবে অ্যানফিল্ডে, লিভারপুলের বিপক্ষে একটি বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে। এই ম্যাচে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডের পুরনো ক্লাবের বিপক্ষে মুখোমুখি হওয়া অন্যতম আলোচ্য বিষয় হবে। এরপর ৯ নভেম্বর, আন্তর্জাতিক বিরতির আগে তারা অ্যাওয়ে ম্যাচে রায়ো ভায়েকানোর মুখোমুখি হবে।

ট্যাগ: লা লিগা লাইভ লা লিগা ফিক্সচার Real Madrid vs Valencia রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া লাইভ Real Madrid vs Valencia live Real Madrid vs Valencia 2025 রিয়াল মাদ্রিদ লাইভ ম্যাচ Real Madrid live stream Real Madrid vs Valencia TV channel রিয়াল মাদ্রিদ খেলা আজ Real Madrid Valencia live online free লা লিগা ম্যাচ আজ রিয়াল মাদ্রিদ ফলাফল Real Madrid vs Valencia Highlights রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া রিয়াল মাদ্রিদ সরাসরি সম্প্রচার Real Madrid live today লা লিগা স্কোর La Liga live today রিয়াল মাদ্রিদ অনলাইন ম্যাচ Real Madrid match time Real Madrid vs Valencia score রিয়াল মাদ্রিদ টিভি চ্যানেল Real Madrid upcoming match রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া অনলাইন La Liga live stream free রিয়াল মাদ্রিদ ম্যাচ লাইভ Real Madrid vs Valencia Ancelotti লা লিগা অনলাইন দেখা Real Madrid vs Valencia goals রিয়াল মাদ্রিদ আজকের খেলা Real Madrid live updates

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ