ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

স্বাস্থ্য সহকারীরা দেশের স্বাস্থ্য খাতের সুনাম বজায় রাখছেন: ডা. জাহিদ

২০২৫ অক্টোবর ৩১ ২১:৩৭:৪২

স্বাস্থ্য সহকারীরা দেশের স্বাস্থ্য খাতের সুনাম বজায় রাখছেন: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং এর মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের সুনাম বজায় রাখছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হ্যাব)’র আহ্বায়ক কমিটির প্রতিনিধিরা সম্মেলনের অংশ হিসেবে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এই শ্রদ্ধা ও দোয়া মাহফিল ছিল সম্মেলনের দ্বিতীয় অধিবেশন।

ডা. জাহিদ হোসেন বলেন, স্বাস্থ্য শিক্ষা, শিশু ও মহিলাদের টিকাদান কার্যক্রমসহ স্বাস্থ্য সহকারীরা চিকিৎসকের পাশাপাশি তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন। টিকাদান কার্যক্রমে বাংলাদেশকে বিশ্বে অনেক এগিয়ে রাখায় তাদের অবদান অনস্বীকার্য। তবে ৬ হাজার মানুষের জন্য ১ জন স্বাস্থ্য সহকারী প্রয়োজন, কিন্তু জনবল বৃদ্ধি করা হচ্ছে না। তাদের জীবনমান উন্নয়নের জন্য জনবল বৃদ্ধি ও আপগ্রেডেশন দ্রুত প্রয়োজন।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে আমাদের দল জনগণের ভোটে সরকার গঠন করলে স্বাস্থ্য সহকারীদের দাবিগুলো বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা হবে।

দুপুরের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে, যেখানে দেশের ৬৪ জেলার স্বাস্থ্য সহকারীরা অংশ নেন। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আহ্বায়ক মো. ওয়াসি উদ্দিন রানার। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত