ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় ব্রেইন স্টেশন ২৩
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে প্রযুক্তিনির্ভর কোম্পানির অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এবার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহ করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট ও পরিষেবা সংস্থা ব্রেইন স্টেশন ২৩ পিএলসি। কোম্পানিটি শেয়ারবাজারের স্মল ক্যাপিনিস এ্যান্ড এক্সপ্লোরেশন (এসএমই) প্ল্যাটফর্মে তালিকাভুক্তির মাধ্যমে ৫ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা নিয়েছে।
এরই ধারাবাহিকতায় ব্রেইন স্টেশন ২৩ কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) জন্য আবেদন করেছে। কোম্পানিটি গত ২৮ অক্টোবর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বরাবর কিউআইও আবেদন জমা দিয়েছে। একইসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তেও আবেদন জমা দেওয়া হয়েছে। কোম্পানিটির এই কিউআইও প্রক্রিয়ার ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, যা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবসিডিয়ারি মার্চেন্ট ব্যাংক।
কোম্পানি সূত্র জানিয়েছে, প্রস্তাবিত কিউআইও-এর আওতায় ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকা উত্তোলনের পরিকল্পনা করেছে ব্রেইন স্টেশন ২৩। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানি) রুলস, ২০২২ অনুসারে এই মূলধন সংগ্রহের আবেদন করা হয়েছে। সংগৃহীত এই অর্থ মূলত কোম্পানির উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা এবং কিউআইও সংক্রান্ত কাজে ব্যয় করা হবে।
ব্রেইন স্টেশন ২৩ পিএলসি-এর পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. মবাসশির আলম এই প্রসঙ্গে বলেন, "প্রস্তাবিত পাবলিক ইকুইটি ফাইন্যান্সিং কোম্পানির আর্থিক বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতাকে আরো জোরদার করবে। এর মাধ্যমে দেশীয় ও বৈশ্বিক ক্লায়েন্ট এবং বিনিয়োগকারীদের কাছে কোম্পানির আর্থিক উপস্থিতি ও আস্থা বৃদ্ধি পাবে। একই সঙ্গে, বিদ্যমান এমপ্লয়ী শেয়ার ওনারশিপ প্ল্যান (ইএসওপি)-এর মাধ্যমে কর্মীদের প্রেরণা ও ধরে রাখার সক্ষমতাও বাড়বে।"
২০০৬ সালে প্রতিষ্ঠিত ব্রেইন স্টেশন ২৩ পিএলসি ডিজিটাল রূপান্তর এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার শক্তিশালী দক্ষতার জন্য দেশ ও বিদেশে স্বীকৃত। বর্তমানে কোম্পানিটি উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ক্লায়েন্টদের সেবা প্রদান করে একটি বৈশ্বিকভাবে বিশ্বস্ত প্রযুক্তি অংশীদার হিসেবে গড়ে উঠেছে। কোম্পানিটি সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন কাস্টমাইজেশন, আইটি সাপোর্ট এবং রক্ষণাবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ আইটি-সক্ষম সেবা (আইটিইএস) প্রদান করে।
কোম্পানিটি ২০১৫ সালের ২১ জানুয়ারি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ২০২৪ সালের ১১ জানুয়ারি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। বর্তমানে কোম্পানির পরিশোধিত মূলধন ৪২ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার ৯০ টাকা।
তবে, কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস)-এ কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। সর্বশেষ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ৩.৭৭ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৫.১৫ টাকা। এর আগে ২০২৩ সালের ৩০ জুন শেয়ারপ্রতি মুনাফা ছিল ৯.৬৩ টাকা। একই সময়ের শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৫৮ টাকা।
ব্রেইন স্টেশন ২৩ পিএলসি আশা করছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে এটি দেশের আর্থিক ও প্রযুক্তি খাতের মধ্যে এক নতুন সেতুবন্ধন তৈরি করবে এবং শেয়ারবাজারে প্রযুক্তিনির্ভর কোম্পানির অংশগ্রহণ বৃদ্ধি পাবে। যদিও এর আগে বিএসইসি-এর সম্মতি পেয়েও কোম্পানিটি এসএমইতে তালিকাভুক্ত হয়নি, তবে এবার কিউআইও আবেদন জমা দেওয়ায় তালিকাভুক্তি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি