ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

রাজধানীতে বায়ুর মান অস্বাস্থ্যকর

২০২৫ অক্টোবর ৩০ ০৯:০২:৫৫

রাজধানীতে বায়ুর মান অস্বাস্থ্যকর

ডুয়া ডেস্ক: ঘূর্ণিঝড় “মোন্থার” এর প্রভাবে গতকাল বুধবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির পরিমাণ বেশি ছিল না। সাধারণত বৃষ্টি হলে ঢাকার বাতাসের মান কিছুটা স্বস্তিদায়ক হয়, কিন্তু গতকাল তা ঘটেনি।

বৃহস্পতিবার সকালে বিশ্বের ১২৫টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম স্থানে। গতকাল একই সময়ে রাজধানী চতুর্থ স্থানে ছিল। আজ সকাল সোয়া আটটার দিকে আইকিউএয়ারের তথ্য অনুযায়ী ঢাকার গড় বায়ুমান ১৬০, যা অস্বাস্থ্যকর হিসেবে শ্রেণিবদ্ধ।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

বায়ুদূষণে আজ শীর্ষে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ৪৯৫। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ৪৪৭। চীনের বেজিং আছে তৃতীয় স্থানে, স্কোর ২০৬। চতুর্থ স্থানে থাকা পাকিস্তানের আরেক শহর করাচির স্কোর ১৭০।

নগরীর সাত এলাকায় দূষণ বেশিনগরীর সাত এলাকায় দূষণ পরিস্থিতি বেশ খারাপ। এসব এলাকার মধ্যে শীর্ষে আছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি, স্কোর ১৭০। এই মানকে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। অন্য ছয় এলাকা হলো দক্ষিণ পল্লবী (১৭০) বে’জ এজ ওয়াটার (১৬৩), ইস্টার্ন হাউজিং (১৬৩), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৭), কল্যাণপুর (১৫৬) ও গোরান (১৫১)।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত