ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

অচলাবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াল রেকিট বেনকিজার

মোবারক হোসেন
মোবারক হোসেন

রিপোর্টার

২০২৫ অক্টোবর ৩০ ০৮:৫৬:০৫

অচলাবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াল রেকিট বেনকিজার

মোবারক হোসেন: উচ্চ বিক্রি ও খরচ সাশ্রয়ের ফলে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড ২১ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি পেয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা দাঁড়িয়েছে ২৪ কোটি ৬০ লাখ টাকা, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

২০২১ সালের পর থেকে মহামারি-পরবর্তী ধীরগতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে কোম্পানির ব্যবসায় মন্দা দেখা দিয়েছিল। সেই স্থবিরতা কাটিয়ে এ বছর কোম্পানিটি আবারও প্রবৃদ্ধির ধারায় ফিরেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানির প্রতি শেয়ারে আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫২ টাকা ২২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৩ টাকা ১৩ পয়সা।

গত ২০২৪ অর্থবছরে রেকিট বেঙ্কিজারের বার্ষিক মুনাফা আগের বছরের তুলনায় ৮.৩০ শতাংশ কমে ৭৫ কোটি ২০ লাখ টাকায় দাঁড়ায়। তবে সে বছরও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩ হাজার ৩৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে কোম্পানির বিক্রয় আয় বেড়েছে ১১ শতাংশ — যা দাঁড়িয়েছে ১৪৯ কোটি টাকা। একই সময়ে কোম্পানির আর্থিক খরচ প্রায় ছয় গুণ কমে দাঁড়িয়েছে ৭৩ কোটি ৫০ লাখ টাকায়, মূলত ৬ কোটি ৯৩ লাখ টাকার উচ্চ সুদযুক্ত স্বল্পমেয়াদি ঋণ পরিশোধের কারণে।

চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) কোম্পানির নিট মুনাফা বেড়েছে ৮.৫ শতাংশ এবং দাঁড়িয়েছে ৫৪ কোটি টাকায়। একই সময়ে রাজস্ব আয় বেড়েছে ৭ শতাংশ বেড়ে ৪৩ কোটি বিলিয়ন টাকায় পৌঁছেছে।

অর্থনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যেও রেকিট বেঙ্কিজারের এই প্রবৃদ্ধি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, যখন অনেক দেশীয় কোম্পানি টিকে থাকার লড়াই করছে।

কোম্পানিটির সবচেয়ে বেশি বিক্রিত পণ্যগুলোর মধ্যে আছে ডেটল ও হারপিক, যা বাংলাদেশের গৃহস্থালী ও স্বাস্থ্যবিধি পণ্যের বাজারে সুপরিচিত ব্র্যান্ড।

তবে সোমবার লেনদেন শেষে রেকিট বেঙ্কিজারের শেয়ারদর ০.০৬ শতাংশ কমে প্রতি শেয়ার ৩ হাজার ৩৫৯ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। তা সত্ত্বেও এটি এখনো দেশের শেয়ারবাজারে সর্বাধিক দামী শেয়ার হিসেবে অবস্থান ধরে রেখেছে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত