ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

ইউনাইটেড পাওয়ারের মুনাফা আকাশছোঁয়া, তবুও শেয়ারবাজারে ধাক্কা!

২০২৫ অক্টোবর ২৮ ০৮:০২:০৯

ইউনাইটেড পাওয়ারের মুনাফা আকাশছোঁয়া, তবুও শেয়ারবাজারে ধাক্কা!

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ১ হাজার ১৯৮ কোটি টাকা মুনাফা অর্জন করে রেকর্ড গড়েছে। এই মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৪৮ শতাংশ বেশি। এই শক্তিশালী আর্থিক পারফরম্যান্স এবং ৬৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণার পরেও শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারে ধাক্কা লেগেছে।

মুনাফায় উল্লম্ফন

তালিকাভুক্তির পর থেকে এটিই ইউনাইটেড পাওয়ারের সর্বোচ্চ মুনাফা। মূলত শক্তিশালী বিক্রয়, বেশি বাল্ক ট্যারিফ, স্থিতিশীল বিদেশী মুদ্রা হার এবং কম ফিন্যান্স খরচের কারণে এমন বিশাল মুনাফা অর্জন সম্ভব হয়েছে। কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) অর্থবছর ২০২৪-এর ১৪ টাকা ০১ পয়সা থেকে বেড়ে অর্থবছর ২০২৫-এ ১৭ টাকা ০৬ পয়সায় উন্নীত হয়েছে। এই রেকর্ড সাফল্যের ভিত্তিতে পরিচালনা পর্ষদ ৬৫ শতাংশ অর্থাৎ ৬.৫০ টাকা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এদিকে, জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইউনাইটেড পাওয়ারের রাজস্ব ১২৭ কোটি টাকা বেড়ে ৩ হাজার ৯০৮ কোটি টাকায় পৌঁছেছে। বিদ্যুৎ ব্যবহারের চাহিদা বৃদ্ধি এবং বাল্ক বিদ্যুতের দাম বৃদ্ধির কারণেই এই আয় বেড়েছে। বিইপিজেডএ এবং বিপিডিবি-এর মতো সরকারি প্রতিষ্ঠানের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি থাকায় প্রতিষ্ঠানটি স্থিতিশীল রাজস্ব ধরে রেখেছে।

শেয়ারবাজারে কেন ধাক্কা?

কোম্পানির আর্থিক সাফল্য আকাশছোঁয়া হওয়া সত্ত্বেও, শেয়ারবাজারে এর প্রতিফলন ঘটেনি। সোমবার ডিএসই-তে ইউনাইটেড পাওয়ারের শেয়ারদর ২.৭৬ শতাংশ কমে ১৩৩ টাকা ৭০ পয়সায় লেনদেন শেষ করে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, বিএসইসি-এর নতুন মার্জিন ঋণ নীতিমালা ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা ও সামগ্রিক বাজারের অস্থিরতার কারণেই বিনিয়োগকারীরা মুনাফা সত্ত্বেও শেয়ার বিক্রি করে দিচ্ছেন। অর্থাৎ, কোম্পানির একক পারফরম্যান্স ভালো হওয়া সত্ত্বেও শেয়ারবাজারের নেতিবাচক আবহ এই শক্তিশালী শেয়ারকেও পতনের মুখে ঠেলে দিয়েছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং ডিভিডেন্ডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত