ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

দ্বি-রাষ্ট্র সমাধান ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় পরিকল্পনা সৌদির

২০২৫ অক্টোবর ২৪ ২৩:০৯:৪১

দ্বি-রাষ্ট্র সমাধান ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় পরিকল্পনা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে নিজেদের বিস্তারিত পরিকল্পনা করছে সৌদি আরব। বৃহস্পতিবার সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে গাজার ভবিষ্যৎ নিয়ে সৌদির উল্লেখযোগ্য পরিকল্পনাগুলো উঠে এসেছে। এর মধ্যে প্রধান হলো হামাসকে গাজায় কোণঠাসা ও নিরস্ত্র করা এবং মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটিকে (পিএ) শক্তিশালী করা।

সৌদি আরব গাজাকে নিয়ে যেসব পরিকল্পনা করছে, সেগুলোর বিস্তারিত নিচে দেওয়া হলো।

হামাসকে দুর্বল ও নিরস্ত্র করা: গাজার প্রশাসনে হামাসের প্রভাব কমিয়ে আনা হবে। আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তির মাধ্যমে নিরপেক্ষতা নিশ্চিত করে "ধাপে ধাপে" হামাসকে নিরস্ত্র করার প্রক্রিয়ায় সমর্থন দেওয়া হবে। ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়ার বাধা হিসেবে বিবেচিত হামাসকে এক পাশে সরিয়ে দেওয়া বা কোণঠাসা করা হবে। গাজার শাসন ক্ষমতা ধাপে ধাপে ফিলিস্তিনি অথরিটির (পিএ) হাতে তুলে দেওয়া হবে।

ফিলিস্তিনি অথরিটির (পিএ) সংস্কার ও সহায়তা: ফিলিস্তিনি অথরিটির কাঠামোগত পরিবর্তন করা হবে, যার প্রধান লক্ষ্য হলো দুর্নীতি দূর করা, কাজের দক্ষতা বৃদ্ধি করা এবং ফিলিস্তিনের সকল গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা। ফিলিস্তিনি জনগণের জন্য জরুরি পরিষেবা নিশ্চিত করতে পিএ-কে অর্থ ও কারিগরি সহায়তা দেওয়া হবে। ফিলিস্তিনি জাতীয় সংলাপের মাধ্যমে সব পক্ষকে পিএ-এর অধীনে এনে জাতীয় সংহতি জোরদার করা হবে। এই আলোচনার সহায়তায় আঞ্চলিক সভা ও সম্মেলন আয়োজন করা হবে।

আন্তর্জাতিক ভূমিকা ও লক্ষ্য: গাজায় স্থিতিশীলতা আনতে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন মোতায়েনকে সমর্থন করা হবে। সৌদি আরব এই বাহিনীতে সৈন্য দিয়ে অবদান রাখতে পারে। পরিকল্পনা বাস্তবায়নে মিসর, জর্ডান এবং ফিলিস্তিনি প্রশাসনের সাথে আলোচনা করা হবে। এই উদ্যোগগুলোকে দ্বি-রাষ্ট্র সমাধানের (দুটি স্বাধীন রাষ্ট্রের ধারণা) সাথে যুক্ত করা হবে। লক্ষ্য হলো ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তা করা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত