ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

পাকিস্তানকে চাপে ফেলতে আফগানিস্তানের নতুন কৌশল

২০২৫ অক্টোবর ২৪ ১৯:১৩:৫২

পাকিস্তানকে চাপে ফেলতে আফগানিস্তানের নতুন কৌশল

পাকিস্তানে পানি প্রবাহ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আফগানিস্তান কুনার নদীতে একটি নতুন বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে। আফগানিস্তানের ভারপ্রাপ্ত পানিসম্পদ মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মানসুর জানান, এই বাঁধ নির্মাণের নির্দেশ সরাসরি দেশের প্রধান ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার থেকে এসেছে।

সম্প্রতি দুই সপ্তাহ ধরে পাকিস্তান-আফগান সীমান্ত এলাকায় সহিংসতার ঘটনা বাড়তে থাকে। এর মধ্যে শুক্রবার এ বাঁধ নির্মাণ পরিকল্পনার তথ্য প্রকাশ পায়। আফগান পানি মন্ত্রী বলেন, আফগান জনগণ তাদের নিজের নদীর পানি নিয়ন্ত্রণ করার অধিকার রাখে।

কুনার নদীর দৈর্ঘ্য প্রায় ৪৮০–৫০০ কিলোমিটার। এটি পাকিস্তানের চিত্রাল এলাকার হিন্দুকুশ পর্বত থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ কুনার দিয়ে আফগানিস্তানের নানগারহার প্রদেশে প্রবাহিত হয় এবং খাইবার পাখতুনখাওয়ার মধ্য দিয়ে পাকিস্তানে প্রবেশ করে। পরে নদী জালালাবাদের কাছ থেকে কাবুল নদীতে যুক্ত হয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অ্যাটোকে সিন্ধু নদীতে মিশে যায়।

কুনার ও কাবুল/চিত্রাল নদী পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেচ, পানীয় জল সরবরাহ এবং জলবিদ্যুতের জন্য এ নদীগুলো অপরিহার্য। নদীর প্রবাহ কমলে পানি ঘাটতি সৃষ্টি হতে পারে এবং খাইবার পাখতুনখাওয়ার অঞ্চলের কৃষি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের কোন নদী বা পানি বণ্টন চুক্তি না থাকায়, আফগানদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তান সীমিত কার্যক্রমই গ্রহণ করতে পারবে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত