ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

‘এনসিপি শাপলা প্রতীকের বিষয়ে অনঢ়’

২০২৫ অক্টোবর ১৯ ২৩:২৬:৩৩

‘এনসিপি শাপলা প্রতীকের বিষয়ে অনঢ়’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীকের বিষয়ে অনড় অবস্থান বজায় রাখছে, এমন মন্তব্য করেছেন পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরের তিলোত্তমা হোটেলে এনসিপির জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, কোনও আইনগত বাধা না থাকা সত্ত্বেও যদি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা প্রদর্শন করে, আমাদের যৌক্তিক চাওয়াকে উপেক্ষা করে, তাহলে রাজনৈতিকভাবে রাজপথে মোকাবিলা করা হবে।

তিনি জানান, এনসিপির প্রতিনিধি দল ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে। আইনজীবীরা বলেছেন, শাপলা প্রতীকের ক্ষেত্রে কোনও আইনি বাধা নেই। আমরা স্পষ্ট করে বলতে চাই, এনসিপি শাপলা প্রতীকের মাধ্যমে আগামী নির্বাচনে অংশ নেবে।

সারজিস আলম দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের স্থিতিশীলতা ও অর্থনীতির গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন সিরিজ আকারে অগ্নিকাণ্ড ঘটছে। অপরাধীদের নির্দেশনা দিয়ে কাজ করানোর ঘটনা ঘটছে। এখানে গুরুত্ব সহকারে তদন্ত হওয়া প্রয়োজন।

অন্তর্বর্তী সরকারের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একজনের প্রতি দয়া প্রদর্শন করতে গিয়ে হাজার পরিবারকে অন্যায় করা চলবে না। সরকারকে দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে হবে, তাহলে নির্বাচনকালীন তাদের প্রতি রাজনৈতিক আস্থা ও জনগণের বিশ্বাস সৃষ্টি হবে।

জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে তিনি বলেন, দেশের মানুষ যেকোনো দলকে সমর্থন করুক, তারা জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়ন চান। বিএনপি যেখানে নোট অব ডিসেন্ট দিয়েছে, সেখানে কোনো বিরোধিতা নেই। তবে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে যে, সকল সংস্কার বাস্তবায়ন হবে।

শহীদ পরিবারগুলোর দুর্দশা তুলে ধরে তিনি বলেন, জুলাই শহীদ ও যোদ্ধাদের সম্মানী, নিরাপত্তা ও বিচার নিশ্চিত না করে সরকার নির্বাচন দিলে জনগণের কাছে আস্থা ক্ষুণ্ণ হবে।

সাংগঠনিক বিষয়ে তিনি জানান, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। নভেম্বর বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন সম্পন্ন হবে, যা পার্টিকে শক্তিশালী করবে।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব, মহানগরের প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা, নেতারা আলমগীর নয়ন, আলমগীর হোসেন সহ অন্যান্যরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত