ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
ন্যায্য নম্বরই অগ্রাধিকার,অতিরিক্ত নম্বরে নয় : শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :উচ্চ মাধ্যমিকের সাম্প্রতিক ফলাফলের বিষয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তিনি জানান, এবার ফলাফলে অতিরিক্ত নম্বর দেওয়ার মাধ্যমে সন্তুষ্টি অর্জন নয়, বরং ন্যায্য নম্বর প্রদানের মাধ্যমে সততার মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে। তাঁর মতে, অতীতে শিক্ষার্থীদের ভালো ফল দেখানোর প্রচেষ্টায় শেখার প্রকৃত উদ্দেশ্য অগ্রাহ্য করা হতো, যা শিক্ষা ব্যবস্থাকে সংকটে ফেলে।
ড. আবরার বলেন, এইচএসসির ফলাফল অনেক শিক্ষার্থী ও অভিভাবককে অবাক করেছে এবং এটি শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্র সামনে এনেছে। এ বছরের ফলাফলের মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে, শুধুমাত্র পরিসংখ্যান নয়, শিক্ষার্থীর পরিবার, পরিশ্রম এবং ভবিষ্যতের সঙ্গে ফলাফল সরাসরি জড়িত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যাদের ফল ভালো হয়েছে তাদের অভিনন্দন, এবং যাদের ফল প্রত্যাশামতো হয়নি তাদেরও সহানুভূতি জানাচ্ছেন। তিনি মনে করান, হতাশা থাকলেও এটি শেখার অংশ এবং শিক্ষার্থীদের পরিশ্রম কখনো বৃথা যায় না।
শিক্ষা উপদেষ্টা আরও জানান, পাশের হার এবং জিপিএ–৫–এর সংখ্যা আগের বছরের তুলনায় কম হওয়ায় প্রশ্ন উঠেছে, কেন এমন ঘটল। তিনি ব্যাখ্যা করেন, প্রাথমিক স্তর থেকেই শেখার ঘাটতি তৈরি হয় এবং সেটি বছরের পর বছর সঞ্চিত হয়। অতীতে আমরা সংখ্যাকে সাফল্যের মানদণ্ডে পরিণত করেছি—পাসের হার ও জিপিএ–৫–এর সংখ্যা ছিল সন্তুষ্টির প্রতীক। ফলে শিক্ষার্থীদের প্রকৃত শেখার মান এবং দক্ষতা আড়াল হয়ে যেত। ড. আবরার জোর দিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থাকে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। শিক্ষার্থীর প্রকৃত শেখাকে মূল্যায়ন করা হলো সাফল্যের সঠিক মানদণ্ড, আর এই সংস্কৃতিই আমরা গড়ে তুলতে চাই।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি