ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

১৩ জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০২৬ জানুয়ারি ২৬ ১৩:৫৮:২৬

১৩ জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) গাজীপুর ও রাজশাহীসহ মোট ১৩টি জেলার প্রাথমিক শিক্ষা অফিস থেকে এই সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত ১৩টি জেলায় আগামী ২৮ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সূচি প্রকাশিত জেলাগুলো হলো— রাজশাহী, গাজীপুর, রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, যশোর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, বরিশাল, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ।

কাগজপত্র জমা দেওয়ার নিয়ম:

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের আবেদনপত্রের কপি, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র কমপক্ষে ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আগামী **২৭ জানুয়ারির মধ্যে** স্ব-স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। কাগজপত্র জমা দেওয়ার সময় মূল কপি প্রদর্শন করে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। ভাইভার দিন প্রার্থীকে সকল মূল সনদ ও প্রাপ্তি স্বীকারপত্র সঙ্গে আনতে হবে।

চূড়ান্ত নিয়োগের পরিকল্পনা:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারাদেশে সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট মেটাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চায় সরকার। আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ১৪ হাজার ৩৮৫ জন সহকারী শিক্ষকের চূড়ান্ত নিয়োগ ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে সারাদেশে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এখন উত্তীর্ণ প্রার্থীরাই জেলাভিত্তিক এই মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত