ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইনে রূপান্তরের দাবি গণশিক্ষা উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ‘তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫’–কে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর করা এখন সময়ের দাবি। এই লক্ষ্য অর্জনে জনমত গঠন করার পাশাপাশি আগামীতে যারা সরকার গঠন করবেন, তাদের কাছে এর গুরুত্ব তুলে ধরতে হবে।
সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে উবিনীগ আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ : স্বাস্থ্য সুরক্ষায় যুগান্তকারী অর্জন—পরবর্তী করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, তামাক ব্যবসার নেপথ্যে প্রভাবশালী নানা গোষ্ঠী সক্রিয় থাকে। তামাক চাষ থেকে শুরু করে বিপণন পর্যন্ত প্রতিটি স্তরে তারা মানুষকে আসক্ত করার কৌশল অবলম্বন করে। এমনকি নীতিনির্ধারকদের প্রভাবিত করার মাধ্যমে তামাক কোম্পানিগুলো জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে। এই অধ্যাদেশটি আইনে পরিণত হলে তামাকের কুফল থেকে সমাজকে রক্ষা করা এবং আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা সম্ভব হবে।
তামাককে আসক্তির সঙ্গে তুলনা করে তিনি বলেন, "ক্ষতি জেনেও কোনো কিছু ব্যবহার বন্ধ করতে না পারা এবং ব্যবহারের অভাবে শারীরিক ও মানসিক সমস্যায় ভোগাই হলো আসক্তি। তামাকের মধ্যে মাদকের সব বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও আন্তর্জাতিক শ্রেণিবিন্যাসের কারণে একে এখনো সরাসরি মাদক হিসেবে গণ্য করা হয়নি।" তিনি আরও জানান, তামাক ছাড়ার পর যে ‘উইথড্রয়াল ইফেক্ট’ তৈরি হয়, তা ব্যবহারকারীকে পুনরায় ধূমপানে ফিরে যেতে বাধ্য করে, যা অত্যন্ত বিপজ্জনক।
সেমিনারে সভাপতিত্ব করেন ড. এম. এ. সোবহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা কে. চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতারউজ-জামান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি