ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের এসিআর জমার সময়সূচি ঘোষণা

২০২৬ জানুয়ারি ২৬ ১৪:৩২:১৫

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের এসিআর জমার সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে কর্মরত প্রভাষক থেকে অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের ২০২৫ সালের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) জমা দেওয়ার অঞ্চলভিত্তিক সময়সূচি চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (২৬ জানুয়ারি) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বার্ষিক গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০ অনুযায়ী প্রতি বছর ৩১ মার্চের মধ্যে এসিআর জমা দেওয়া বাধ্যতামূলক। এসিআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন, যাচাই-বাছাই ও সংরক্ষণের লক্ষ্যে এবার অঞ্চলভিত্তিক আলাদা তারিখ নির্ধারণ করা হয়েছে।

অঞ্চলভিত্তিক সময়সূচি:

৯ মার্চ রংপুর অঞ্চল, ১০ মার্চ চট্টগ্রাম, ১১ মার্চ সিলেট ও কুমিল্লা, ১২ মার্চ রাজশাহী এবং ১৫ মার্চ খুলনা অঞ্চলের কর্মকর্তাদের প্রতিবেদন জমা দিতে হবে। এছাড়া ১৬ মার্চ বরিশাল, ২৯ মার্চ ময়মনসিংহ, ৩০ মার্চ ঢাকা (মহানগরী ব্যতীত) এবং ৩১ মার্চ ঢাকা মহানগরীর শিক্ষকদের এসিআর জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।

মাউশি জানিয়েছে, অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি কলেজ, আলিয়া মাদ্রাসা, শিক্ষক প্রশিক্ষণ কলেজ, এনসিটিবি, শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এসিআর মাউশির এসিআর শাখায় জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত