ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

লাভেলোর মুনাফায় ধস, তৃতীয় প্রান্তিকে ৬৬% পতন

২০২৫ অক্টোবর ১১ ২৩:৪৮:৩১

লাভেলোর মুনাফায় ধস, তৃতীয় প্রান্তিকে ৬৬% পতন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি–মার্চ ‘২৫) মুনাফায় ধস দেখা দিয়েছে। সমাপ্ত অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা আগের বছরের তুলনায় ৬৬ শতাংশ কমেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা দাঁড়িয়েছে ২ কোটি ২ লাখ টাকা এবং প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ কোটি ১ লাখ টাকা এবং ইপিএস ছিল ৭১ পয়সা।

তবে বছরের প্রথম নয় মাসে (জুলাই–মার্চ) কোম্পানিটি তুলনামূলকভাবে ভালো পারফরম করেছে। এই সময়ে লাভেলোর নয় মাসের মোট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৮৪ লাখ টাকায়, যা আগের বছরের একই সময়ের ১০ কোটি ৮৫ লাখ টাকা থেকে প্রায় ৩৭ শতাংশ বেশি। প্রতি শেয়ারে আয় হয়েছে ১ টাকা ৫৯ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ২৮ পয়সা।

০৯ অক্টোবর (বৃহস্পতিবার) কোম্পানির পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে। যদিও নিয়মিত প্রকাশের নির্ধারিত সময়সীমা অনেক আগেই অতিক্রান্ত হয়েছিল।

কোম্পানির প্রাইস–সেনসিটিভ তথ্য (পিএসআই) অনুযায়ী, লাভেলো ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পুনর্গঠন (রিস্টেট) করেছে। আগের প্রতিবেদনে কিছু ভুল তথ্য ছিল বলে স্বীকার করেছে কোম্পানিটি।

পুনর্গঠনের আগে ২০২৪ সালের জুন শেষে কোম্পানিটির নিট সম্পদমূল্য (এনএভি) দেখানো হয়েছিল ১১৩ কোটি ৬৪ লাখ টাকা, তবে সংশোধনের পর তা কমে দাঁড়িয়েছে ১০৫ কোটি ৩৮ লাখ টাকায়। অর্থাৎ, প্রতিষ্ঠানটি আগের প্রতিবেদনে সম্পদের পরিমাণ কিছুটা বেশি দেখিয়েছিল।

এদিকে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে শেয়ার কারসাজির অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লাভেলো–সম্পৃক্ত তিনটি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) একাউন্টের ডেবিট লেনদেন (বিক্রয়) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে।

বিএসইসি এই বিষয়ে ১৪ সেপ্টেম্বর ডিএসই, সিএসই ও সিডিবিএল-কে চিঠি দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। উল্লেখ্য, আজ শনিবার লাভেলো আইসক্রীমের সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণার কথা ছিল এবং চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস প্রকাশ করার কথা ছিল। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত