ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
রেকর্ড দামে বিমার চার শেয়ার, অস্থির বাজারে নতুন প্রশ্ন

হাসান মাহমুদ ফারাবী: সার্বিকভাবে অস্থির ও চাপের মুখে থাকা শেয়ারবাজারে আজ সোমবার (৬ অক্টোবর) বিমা খাতের চার কোম্পানির শেয়ারে দেখা গেছে অস্বাভাবিক উত্থান। প্রগতি লাইফ, প্রগতি জেনারেল, রূপালী লাইফ ও সেনা ইন্সুরেন্সের শেয়ার দাম আজ ৫২ সপ্তাহের রেকর্ড সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। বাজারে যখন ক্রেতা সঙ্কট ও বিক্রির চাপ প্রবল, তখন এসব শেয়ারে হঠাৎ চাঙ্গাভাব দেখা দেয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কৌতূহল ও সংশয়—দুই-ই বেড়েছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, বিমা খাতের শেয়ারগুলোতে সাম্প্রতিক এই উত্থানের পেছনে কোনও দৃশ্যমান মৌলভিত্তিক কারণ নেই। কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন বা নতুন ব্যবসায়িক সম্প্রসারণ সংক্রান্ত কোনও তথ্য বাজারে প্রকাশিত হয়নি। ফলে এই দরবৃদ্ধিকে ‘টেকনিক্যাল মুভমেন্ট’ বা প্রভাবশালী গোষ্ঠীর কৃত্রিম উত্থান বলেই মনে করছেন অনেকে।
যদিও কোম্পানিগুলোর সাম্প্রতিক আর্থিক ফলাফল ও ডিভিডেন্ড ইতিহাস তুলনামূলক স্থিতিশীল। ২০২৪ অর্থবছরে প্রগতি লাইফ দিয়েছে ১৫ শতাংশ ক্যাশ, প্রগতি জেনারেল ২০ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টক, রূপালী লাইফ ১০ শতাংশ ক্যাশ এবং সেনা ইন্সুরেন্স দিয়েছে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। তবে এই ঘোষণাগুলোর পর দীর্ঘ সময় শেয়ারদরে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। তাই এখনকার এই রেকর্ড উত্থান বাজার সংশ্লিষ্টদের কাছে আরও প্রশ্ন তৈরি করছে।
একজন অভিজ্ঞ ব্রোকার মন্তব্য করেন, “এই কোম্পানিগুলো মৌলভিত্তিতে ভালো হলেও, এমন অস্বাভাবিক দরবৃদ্ধি প্রাকৃতিক বাজার আচরণ নয়। বাজারে যখন সামগ্রিকভাবে লেনদেন দুর্বল, তখন নির্বাচিত কয়েকটি শেয়ারের দৌড় সাধারণত প্রভাবশালী বিনিয়োগকারীদের ‘কারসাজি গেম’-এর ইঙ্গিত দেয়।”
বর্তমান শেয়ারবাজারে যেখানে প্রায় ৯০ শতাংশ কোম্পানির বিনিয়োগকারীরা লোকসানে জর্জরিত, সেখানে কিছু শেয়ারের এমন অস্বাভাবিক উত্থান সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ভুল প্রত্যাশা তৈরি করছে। অনেকেই ভাবছেন, হয়তো বাজার ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু বাস্তবে এটি হতে পারে কেবল সাময়িক উত্থানের ফাঁদ।
তবে ইতিবাচক দিকও আছে। কিছু বাজার বিশ্লেষক বলছেন, বিমা খাত দীর্ঘদিন ধরে চাপের মধ্যে থাকায়, এখন যদি সত্যিই মৌলভিত্তিক কোম্পানিগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ ফিরে আসে, তবে তা বাজারে নতুন আশার সঞ্চার করতে পারে। “কিন্তু সেটি টেকসই হতে হলে দরবৃদ্ধির সঙ্গে লেনদেনের ভলিউম ও বিনিয়োগকারীদের আস্থা বাড়তে হবে,” তারা যোগ করেন।
সব মিলিয়ে, বিমা খাতের চার কোম্পানির রেকর্ড দরবৃদ্ধি একদিকে যেমন বাজারে কিছুটা প্রাণ ফেরার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে তা আবার পুরোনো প্রশ্নও জাগাচ্ছে—“এই উত্থান কি বাস্তব চাহিদার প্রতিফলন, নাকি আরেক দফা কৃত্রিম বুদবুদের সূচনা?”
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি