ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

২০২৬ সালের এসএসসি পরীক্ষা হবে নতুন কাঠামোতে

২০২৫ অক্টোবর ০৫ ১৭:২৪:৩৩

২০২৬ সালের এসএসসি পরীক্ষা হবে নতুন কাঠামোতে

নিজস্ব প্রতিদেক: আগামী ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে নতুন প্রশ্নকাঠামো ঘোষণা করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন কাঠামোর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা যাচাই আরও কার্যকর হবে।

রবিবার (৫ অক্টোবর) আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশে অনুবাদ প্রশ্ন বাতিল করা হয়েছে। অনুবাদের জন্য বরাদ্দ ১০ নম্বর এখন সংবাদ প্রতিবেদন প্রস্তুতির জন্য ব্যবহার হবে। ফলে রচনামূলক অংশে এখন অনুচ্ছেদ রচনা, চিঠিপত্র, সারাংশ বা সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংবাদ প্রতিবেদন এবং প্রবন্ধ এই ছয়টি বিভাগ অন্তর্ভুক্ত থাকবে।

আইসিটি বিষয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাতিল করা হয়েছে। এর ১০ নম্বর যুক্ত হয়েছে বহুনির্বাচনী অংশে, যা এখন ২৫ নম্বরের হবে। তত্ত্বীয় অংশে ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং ব্যবহারিক অংশে ২৫ নম্বরের কাজ করতে হবে যন্ত্রসংযোগ, প্রতিবেদন প্রণয়ন ও মৌখিক পরীক্ষা মিলিয়ে।

ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়েও প্রশ্নকাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। ফিন্যান্স অংশ থেকে ৮টি, ব্যাংকিং অংশ থেকে ৭টি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন থাকবে। শিক্ষার্থীদের অন্তত ১০টি উত্তর দিতে হবে, যা যেকোনো একটি বিভাগের অন্তর্ভুক্ত। সৃজনশীল প্রশ্ন থাকবে ৮টি, যার মধ্যে ৫টির উত্তর দিতে হবে, প্রতিটি অংশ থেকে ন্যূনতম দুটি করে। বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৩০টি, প্রতিটির মান ১।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন কাঠামো ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য কার্যকর হবে। এছাড়া দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায়ও (টেস্ট এক্সাম) বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিংয়ের প্রশ্ন এই কাঠামো অনুযায়ী প্রস্তুত করতে হবে। বিজ্ঞপ্তিতে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক এবং পরীক্ষার্থীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত