ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

ব্যবসা সম্প্রসারণে এমজেএল-এর ১০৭ কোটি টাকার নতুন বিনিয়োগ

মোবারক হোসেন
মোবারক হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ০৪ ২৩:০৪:০০

ব্যবসা সম্প্রসারণে এমজেএল-এর ১০৭ কোটি টাকার নতুন বিনিয়োগ

মোবারক হোসেন: ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেড ঢাকার গুলশানে একটি বাণিজ্যিক সম্পত্তিতে ২১৪ কোটি ২০ লাখ টাকা যৌথ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

এই বিনিয়োগে এমজেএল বাংলাদেশ এবং ইসি হোল্ডিংস লিমিটেড সমানভাবে, অর্থাৎ ৫০:৫০ অনুপাতে, অর্থায়ন করবে। বিষয়টি কোম্পানির পরিচালনা পর্ষদের ৩০ সেপ্টেম্বরের বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

প্রাইস সেনসিটিভ ইনফরমেশন (পিএসআই) অনুযায়ী, সম্পত্তিটি গুলশান ব্লক-এসডব্লিউ (সি), প্লট-৩ এ অবস্থিত। এমজেএলের প্রকাশিত তথ্য অনুসারে, “এই বিনিয়োগ মূলত ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে করা হচ্ছে।”

এর আগে গত মাসেই এমজেএলের সহযোগী প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ঘোষণা দিয়েছিল যে তারা প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডের ৯৯.৯৯৫% শেয়ার অধিগ্রহণ করছে। এই কোম্পানিটি দেশে “টোটালগ্যাস বাংলাদেশ” নামে পরিচিত একটি শীর্ষস্থানীয় এলপিজি অপারেটর। ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২২৭ কোটি টাকা।

এছাড়া ২০২৫ সালের শুরুতে এমজেএল বাংলাদেশ জানায়, তারা ডাচ ডেভেলপমেন্ট ব্যাংক FMO-এর কাছ থেকে ওমেরা পেট্রোলিয়ামের ২.৭৭ কোটি শেয়ার ক্রয়ের অনুমোদন দিয়েছে। প্রতি শেয়ার ২১.৮০ টাকা দরে এই শেয়ার কেনা হবে, ফলে মোট বিনিয়োগ দাঁড়াবে ৬০ কোটি ৪৯ লাখ টাকা।

উল্লেখ্য, এমজেএল বাংলাদেশ একটি যৌথ উদ্যোগভিত্তিক প্রতিষ্ঠান, যেখানে অংশীদার জামুনা অয়েল কোম্পানি এবং ইসি সিকিউরিটিজ লিমিটেড। এটি দেশের শীর্ষস্থানীয় ডাউনস্ট্রিম পেট্রোলিয়াম কোম্পানি, এবং এক্সনমোবিল-এর একমাত্র অংশীদার হিসেবে শিল্প, অটোমোটিভ ও মেরিন সেক্টরে উচ্চমানের লুব্রিকেন্ট সরবরাহ করে।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মার্চ (নয় মাস) সময়ে কোম্পানির সমন্বিত আয় বেড়েছে ২২% — যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯৫ কোটি টাকা এবং নিট মুনাফা বেড়েছে ১৭.৬৫% হয়ে ২৫৮.৭৩ কোটি টাকা।

২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানির আয় ছিল ২ হাজার ৮৬৯ কোটি টাকা এবং নিট মুনাফা প্রায় ২২০৭ কোটি টাকা।

২০২৪ অর্থবছর শেষে কোম্পানিটি ২৭৬ কোটি ৬৩ লাখ টাকা মুনাফা করেছে এবং শেয়ারহোল্ডারদের ৫২% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর এমজেএল বাংলাদেশের শেয়ারদর দাঁড়ায় প্রতি শেয়ার ৯৬.৭০ টাকা, যা আগের দিনের তুলনায় ০.১০% কম। কোম্পানিটির মোট বাজারমূল্য বর্তমানে ৩ হাজার ৬৬ কোটি টাকা।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত