ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে

২০২৫ অক্টোবর ০৩ ২০:৫১:১৮

আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক: কোনো বিরতি ছাড়াই আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। সিরিজে এগিয়ে থাকা টাইগাররা আজ জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করবে। টস জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলি অনিক।

বাংলাদেশ একাদশে আনা হয়েছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। তাদের বদলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার শরিফুল ইসলাম।

অন্যদিকে, সিরিজে টিকে থাকতে মরিয়া আফগানিস্তান দলেও দেখা গেছে পরিবর্তন। তিন নতুন মুখ—ওয়াফিউল্লাহ তারাখিল, আব্দুল্লাহ আহমদজাই এবং অভিজ্ঞ স্পিনার মুজিব-উর-রহমানকে দলে নিয়েছে তারা। বাদ পড়েছেন মোহাম্মদ ইসহাক, শরাফউদ্দিন আশরাফ ও ফরিদ আহমেদ।

প্রথম ম্যাচে ৮ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচে টাইগারদের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। অন্যদিকে, রশিদ খানের আফগানিস্তানের জন্য এ ম্যাচটি বাঁচা-মরার লড়াই। উল্লেখ্য, এ পর্যন্ত মুখোমুখি সিরিজে দুই দল একটি করে শিরোপা জিতেছে এবং একটি সিরিজ ১-১ ড্র হয়েছে।

আজকের ম্যাচটি শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে।

বাংলাদেশ একাদশ :

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ :

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, আব্দুল্লাহ আহমদজাই, রশিদ খান (অধিনায়ক), নুর আহমদ ও মুজিব-উর-রহমান।

সরাসরি দেখবেন যেভাবে:

টেলিভিশন ব্রডকাস্ট

বাংলাদেশে:

ফ্রিতে দেখতে এখানে ক্লিক করুন।

GTV, T Sports বা Bangla TV Sports Network প্রায়শই আন্তর্জাতিক ক্রিকেট সরাসরি সম্প্রচার করে।

১) আন্তর্জাতিক দর্শক:

যদি আপনি বাংলাদেশী ব্রডকাস্ট সিগন্যাল না পান, তাহলে Willow TV (USA/Canada) বা Sky Sports / SuperSport (যথাযথ অঞ্চল অনুযায়ী) ব্যবহার করতে পারেন।

২) অনলাইন স্ট্রিমিং

T Sports App / GTV Live: বাংলাদেশে সরাসরি ম্যাচ দেখার জন্য মোবাইল বা ওয়েব অ্যাপ।

CricHD / Hotstar / SonyLiv: আন্তর্জাতিক কভারেজের জন্য ব্যবহার করা যায় (প্রায়শই সাবস্ক্রিপশন দরকার)।

৩) লাইভ স্কোর ও কমেন্টারি

ESPNcricinfo, Cricbuzz: লাইভ স্কোর, ওভার-বাই-ওভার কমেন্টারি, প্লেয়ার স্ট্যাটাস।

ICC ওয়ার্ল্ড কাপ ওয়েবসাইট: অফিসিয়াল লাইভ স্কোর ও হাইলাইট।

নোট: সরাসরি সম্প্রচারের জন্য আপনার নেটওয়ার্ক বা সাবস্ক্রিপশন প্রয়োজন হতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত