ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

বিতর্ক এড়িয়ে চলা জিৎ-এর বার্তায় টলিপাড়ায় তোলপাড়

২০২৫ অক্টোবর ০২ ২১:১০:১৭

বিতর্ক এড়িয়ে চলা জিৎ-এর বার্তায় টলিপাড়ায় তোলপাড়

বিনোদন ডেস্ক: কলকাতা চলচ্চিত্র জগতে দুর্গাপূজার সিনেমা মুক্তিকে ঘিরে যে উন্মাদনা, তা এ বছর নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিগ বাজেটের চারটি ছবি নিয়ে তুমুল রেষারেষি এবং হল পাওয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির সাফল্য-ব্যর্থতা নিয়ে জোর বিতর্কের মধ্যেই অভিনেতা জিৎ-এর একটি সংক্ষিপ্ত পোস্ট টলিপাড়ায় নতুন করে আলোচনার ঝড় তুলেছে। বরাবরই বিতর্ক থেকে দূরে থাকা এই সুপারস্টারের নীরব বার্তাটি এখন ইন্ডাস্ট্রির অন্দরে ও বাইরে সমালোচনার কেন্দ্রে।

পূজার ছবি মুক্তির ডামাডোলের মধ্যে জিৎ তার 'এক্স' (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, "আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন এবং সতর্ক থাকা।" মাত্র দুটি লাইনের এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র জল্পনা।

অনেকের মতে, জিৎ বাংলা ছবির এই লাগামহীন রেষারেষি থামাতে ইন্ডাস্ট্রির প্রতি এক প্রকার 'সতর্কবার্তা' দিয়েছেন। তবে এর উল্টো চিত্রও দেখা গেছে মন্তব্য বাক্সে। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছে, যে অভিনেতা সচরাচর কোনো বিতর্কে জড়ান না, তিনি হঠাৎ কেন এমন পোস্ট করলেন?

জিতের এই পোস্টের কমেন্ট বক্সে সমালোচকদের ভিড় জমেছে। একজন সরাসরি মন্তব্য করেছেন, "এতদিন কোথায় ছিল আপনার এই পোস্ট? এখন যখন দেখছেন বন্ধু একেবারে কোণঠাসা, কেউ পাত্তা দিচ্ছে না, তখন এই পোস্ট করলেন।" আরেকজন অভিনেতার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, "রঘু ডাকাত নিয়ে পোস্ট কোথায়? কেন দেবের পাশে দাঁড়ালেন না? উনি তো সবসময় আপনাকে সাপোর্ট করেন।"

তবে বরাবরের মতোই এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জিৎ এখনো নিশ্চুপ। তিনি কেন এই পোস্ট করলেন বা নির্দিষ্ট করে কার পক্ষে-বিপক্ষে কথা বলছেন, সে বিষয়ে একটি বাক্যও খরচ করেননি। ফলে নেটপাড়ায় কেউ ভাবছেন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন, আবার কারও ধারণা দেবের সমর্থনে মুখ খুলেছেন তিনি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত