ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

গাজাগামী নৌবহর আটককে 'দস্যুতা' আখ্যা দিলেন এরদোয়ান

২০২৫ অক্টোবর ০২ ১৯:৪৭:৪৮

গাজাগামী নৌবহর আটককে 'দস্যুতা' আখ্যা দিলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজার উদ্দেশে যাত্রা করা আন্তর্জাতিক সহায়তা নৌবহর 'সুমুদ ফ্লোটিলা' আটক করার ঘটনাকে 'দস্যুতা' বলে অভিহিত করেছেন। এরদোয়ান তার একে পার্টির এক সমাবেশে বক্তৃতা করার সময় এই মন্তব্য করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় এই অভিযান প্রমাণ করে যে গাজায় সংঘটিত গণহত্যার দায় লুকাতে ইসরায়েলের দমনযন্ত্র উন্মত্ত হয়ে উঠেছে। এরদোয়ান আরও যোগ করেন, "গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার শান্তির সামান্য সুযোগও সহ্য করতে পারে না। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্বকে গাজার নৃশংসতা ও ইসরায়েলের হত্যাযজ্ঞের মুখোশ উন্মোচন করেছে।"

তুর্কি প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের প্রতি তার সংহতি প্রকাশ করে বলেন, "আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের কখনো একা ছেড়ে দেবো না। যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় সর্বশক্তি দিয়ে কাজ করবো।"

ইসরায়েলি বাহিনী গাজার দিকে অগ্রসর হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯টি নৌকা আটক করেছে। এসব নৌকায় বিদেশি কর্মী ও সহায়তা সামগ্রী ছিল, যার মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গও ছিলেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, একটি নৌকা ছাড়া বাকি সব আটক করা হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক কর্মীদের বহনকারী নৌযানগুলো ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তাদের বিরুদ্ধে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হবে। মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে সেন্যদের মাঝে জাহাজের ডেকে গ্রেটা থানবার্গকে বসে থাকতে দেখা গেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত