ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

এশিয়া কাপ ২০২৫: ভারত বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে

২০২৫ সেপ্টেম্বর ২৬ ২১:১৯:৩৩

এশিয়া কাপ ২০২৫: ভারত বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ফাইনালের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সুপার ফোর পর্বে সবার আগে বিদায় নিয়েছিল শ্রীলঙ্কা। এরপর বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে পাকিস্তান।

ফলে, সুপার ফোরের শেষ ম্যাচটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কেবল নিয়মরক্ষার খেলা হিসেবে পরিণত হয়েছে। শ্রীলঙ্কা জিতলে বিদায়টা তাদের জন্য কিছুটা সার্থক হবে, আর ভারত জিতলে অপরাজিত অবস্থায় ফাইনালে যাবে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস করতে নেমে জয় পেয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আশালঙ্কা। টস জিতে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এবং ভারতের সামনে ব্যাট করার আমন্ত্রণ জানান।

শ্রীলঙ্কা একাদশে একটি পরিবর্তন এনেছে; করুনারত্নের জায়গায় সুযোগ পেয়েছেন জেনিথ লিয়ানাগে। অন্যদিকে, ভারতের দলেও দুই পরিবর্তন হয়েছে। জসপ্রিত বুমরাহ এবং শিবাম দুবেকে বিশ্রাম দিয়ে একাদশে সুযোগ পেয়েছেন হর্ষিত রানা এবং আর্শদিপ সিং।

ভারতীতের একাদশ

অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তি, আরশদিপ সিং।

শ্রীলঙ্কার একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, চারিথ আশালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থিকশানা, দুশমন্তে চামিরা ও নুয়ান থুশারা।

ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে:

টেলিভিশন ব্রডকাস্ট:

যদি আপনি বাংলাদেশে থাকেন, GTV, T Sports বা স্থানীয় ক্রীড়া চ্যানেলগুলোতে লাইভ সম্প্রচার হতে পারে।

যদি আপনি ভারত বা অন্য দেশে থাকেন, Star Sports, Willow TV বা দেশীয় স্পোর্টস চ্যানেলগুলোতে লাইভ দেখানো হয়।

অনলাইন স্ট্রিমিং:

Disney+ Hotstar (ভারত বা নির্দিষ্ট দেশে) – Star Sports এর ম্যাচগুলো লাইভ দেখায়।

T Sports Live (বাংলাদেশ) – T Sports এর অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ।

অন্য আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেমন Willow TV, FanCode, ESPN+ দেশভেদে লাইভ দেখার সুবিধা দেয়।

মোবাইল অ্যাপ:

T Sports App (বাংলাদেশ)

Disney+ Hotstar App (ভারত/নির্দিষ্ট দেশ)

ESPN App বা অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া অ্যাপ

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত