ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ

মোবারক হোসেন
মোবারক হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১১:২৯:৩৫

শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ

মোবারক হোসেন:যদিও বেসরকারি খাতে বিনিয়োগের গতি ধীর, শেয়ারবাজারের কিছু কোম্পানি ব্যবসা সম্প্রসারণে জোরালো পদক্ষেপ নিয়েছে। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে মোট ১২টি তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রায় ২ হাজার ১১৪ কোটি টাকার নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এমজেএল বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি), ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এনভয় টেক্সটাইলস, এসিআই লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং রহিম টেক্সটাইল মিলস।

সবচেয়ে বড় বিনিয়োগ এমজেএল বাংলাদেশের

তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে এমজেএল বাংলাদেশ পিএলসি সর্বোচ্চ প্রায় ৫৫৩ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি পুরোনো ট্যাংকার এমটি ওমেরা লিগ্যাসির পরিবর্তে নতুন জাহাজ এমটি নিসস ডেলোস কেনার সিদ্ধান্ত নেয়। তবে কোম্পানিটি এখনো নতুন জাহাজটি বুঝে পায়নি।

স্কয়ার গ্রুপের ধারাবাহিক সম্প্রসারণ

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ও স্কয়ার টেক্সটাইলস পিএলসি মিলে মোট ৫৩৫ কোটি টাকা বিনিয়োগ ঘোষণা করেছে। এর মধ্যে বিএমআরই ও যন্ত্রপাতি কেনায় বড় অঙ্কের বিনিয়োগ হয়েছে। স্কয়ার গ্রুপ বলছে, কৌশলগত পরিকল্পনার মাধ্যমে ধারাবাহিক বিনিয়োগ চালিয়ে যাবে তারা।

বহুজাতিক কোম্পানির পদক্ষেপ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) সাভারে নতুন কারখানা স্থাপন ও যন্ত্রপাতি কেনায় প্রায় ৩৫০ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা দিয়েছে। সিমেন্ট খাতের বহুজাতিক লাফার্জহোলসিম বাংলাদেশ সুরমা প্লান্টে নতুন মিল স্থাপনে ১৮০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।তাছাড়া বহুজাতিক রঙ উৎপাদক বার্জার পেইন্টস বাংলাদেশ নতুন সাবসিডিয়ারি প্রতিষ্ঠার জন্য ৫ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগ করবে।

স্থানীয় কোম্পানির উদ্যোগ

ওয়ালটন হাই-টেক লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনে ১১৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় করবে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নতুন স্ন্যাকস, চকলেট ও কুকিজ প্লান্টে প্রায় ৫০ কোটি টাকা বিনিয়োগ করছে।এছাড়া তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম দ্বিতীয় ইউনিট স্থাপনে ১৫০ কোটি টাকা, এনভয় টেক্সটাইলস স্পিনিং ও পুনঃপ্রক্রিয়াকরণ প্রকল্পে ১২১ কোটি টাকা, এসিআই পিএলসি দুইটি সাবসিডিয়ারিতে ৩১ কোটি টাকা এবং রহিম টেক্সটাইল নিট ডায়িং-ওয়াশিং ইউনিট সম্প্রসারণে প্রায় ২৫ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

বিনিয়োগ স্থবিরতার প্রভাব

অর্থনীতির মন্দাভাব ও উচ্চ সুদের চাপের কারণে অনেক প্রতিষ্ঠান সম্প্রসারণ পরিকল্পনা আপাতত স্থগিত করেছে। এর প্রভাব পড়েছে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে, যা ২০২৪-২৫ অর্থবছরে কমেছে ২৫.৪১ শতাংশ। খাতসংশ্লিষ্টদের মতে, নগদ প্রবাহে চাপ এবং ভোগ ব্যয়ের হ্রাস অর্থনীতিকে সংকুচিত করে রেখেছে। তবে একই সঙ্গে তারা মনে করছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী নয়, বরং সাময়িক।

বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনের পর অর্থনীতি পুনরুদ্ধারের ইতিবাচক ইঙ্গিত দেখা গেলে বিনিয়োগ আবারও গতি পেতে পারে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে এবং ডলারের সংকটও কিছুটা প্রশমিত হয়েছে। ফলে উদ্যোক্তারা এখন সতর্ক অপেক্ষায় আছেন, যেন সঠিক সময় এলে নতুন বিনিয়োগে ঝাঁপিয়ে পড়তে পারেন। এতে ভবিষ্যতে অর্থনীতিতে নতুন কর্মসংস্থান ও প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে।

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত