ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
নিজস্ব প্রতিবেদক: বাধ্যতামূলকভাবে কোম্পানির নামের শেষে "লিমিটেড" এর পরিবর্তে "পিএলসি" (পাবলিক লিমিটেড কোম্পানি) যোগ করার সরকারি নির্দেশের কারণে যে অতিরিক্ত ফি দিতে হচ্ছে, তা মওকুফের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-কে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)।
কোম্পানি আইন (১৯৯৪)-এর সংশোধিত বিধান অনুযায়ী, সব পাবলিক লিমিটেড কোম্পানিকে তাদের নামের শেষে “পিএলসি” যুক্ত করতে হবে। এই নির্দেশনা মেনে তালিকাভুক্ত কোম্পানিগুলো নাম পরিবর্তন করছে। তবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, উভয়ই প্রতিটি নাম পরিবর্তনের জন্য ৫০,০০০ টাকা করে মোট ১ লাখ টাকা ফি নিচ্ছে, যা কোম্পানিগুলোর জন্য একটি বাড়তি খরচ।
বিএপিএলসি মনে করে, যেহেতু এই নাম পরিবর্তন একটি সরকারি নির্দেশ, কোনো স্বেচ্ছামূলক সিদ্ধান্ত নয়, তাই স্টক এক্সচেঞ্জের এই ফি নেওয়া যুক্তিযুক্ত নয়। সংগঠনটি বিএসইসি-কে পাঠানো এক চিঠিতে এই ফি মওকুফ করার অনুরোধ জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১২৬টি তালিকাভুক্ত কোম্পানি তাদের নামের শেষে "লিমিটেড" এর বদলে "পিএলসি" যুক্ত করেছে। এর মধ্যে প্রায় সবকটি তালিকাভুক্ত ব্যাংক এবং কিছু বিমা ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি স্টক এক্সচেঞ্জ এই ১২৬টি কোম্পানি থেকে ৫ হাজার টাকা করে ফি বাবদ ৬৩ লাখ টাকা আয় করেছে।
এই অনুরোধের পরিপ্রেক্ষিতে বিএসইসি উভয় স্টক এক্সচেঞ্জের কাছে এ বিষয়ে তাদের মতামত জানতে চেয়েছে। ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা বিদ্যমান লিস্টিং রুলস অনুযায়ী এই ফি নিচ্ছেন। এখন দেখার বিষয়, নিয়ন্ত্রক সংস্থা এই বিষয়ে চূড়ান্ত কী সিদ্ধান্ত নেয় এবং কোম্পানিগুলোর অনুরোধ মেনে ফি মওকুফ করে কি না।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রায় সব তালিকাভুক্ত ব্যাংক ইতিমধ্যেই তাদের নামের শেষে 'পিএলসি' যুক্ত করেছে। তবে ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক এখনও এই প্রক্রিয়া সম্পন্ন করেনি।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল