ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

২৪ সেপ্টেম্বর ডুয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী, থাকবে নানা আয়োজন

২০২৫ সেপ্টেম্বর ১৮ ২১:৩৫:৩৭

২৪ সেপ্টেম্বর ডুয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী, থাকবে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)’র ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন হাতে নিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) সন্ধ্যায় অ্যালামনাই ফ্লোরে ডুয়া নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় অ্যালামনাই ফ্লোরে কেক কাটা, বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম।

প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী পর্ব শেষে আয়োজন করা হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা অংশগ্রহণ করবেন, থাকবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এবং নানা রকম পরিবেশনা। পুরো আয়োজনকে ঘিরে তৈরি হবে এক অনন্য মিলনমেলা, যেখানে প্রজন্মের ভিন্নতা মুছে গিয়ে সবাই এক হয়ে উদযাপন করবে প্রতিষ্ঠার এই গৌরবময় মুহূর্ত।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ যেসকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন, নির্বাচিত হয়েছেন কিংবা যারা নির্বাচিত হতে পারেননি তাদের সবাইকে ধন্যবাদ জানায় ডুয়া নির্বাহী কমিটি।

এছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৪৫০ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর তালিকা অনুমোদন করা হয়। এরমধ্যে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন ১০০ জন।

সভায় সভাপতিত্ব করেন ডুয়ার আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সভা সঞ্চালন করেন সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানী। সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এবিএম মোশারফ হোসেন, আবদুস সাত্তার মিয়াজী, মো. মোস্তাফিজুর রহমান, মো. আলী হোসেন ফকির, মাহফুজা রহমান চৌধুরী বাবলী, আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, ড. মোহাম্মদ কামাল উদ্দিন জসীম, মো. বায়েজীদ বোস্তামী, রশীদ আহমেদ, মো. তোহা, ড. মোহাম্মদ শরিফুল ইসলাম দুলু, গোপাল চন্দ্র দেবনাথ ও মোহাম্মদ সাইফুল ইসলাম।

ডুয়া’র আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে সফল করে তুলতে সংগঠনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠানকে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর করে তুলতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তাই আমি প্রত্যেক সদস্যের প্রতি আহ্বান জানাই, আপনারা সক্রিয়ভাবে অংশ নিন এবং অনুষ্ঠানকে আরও সুন্দর ও সফল করে তুলতে অবদান রাখুন।”

শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে বৃত্তি কার্যক্রমকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন ড্যানী। তিনি আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই নয়, বরং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে। তার বিশ্বাস, নিয়মিত বৃত্তি প্রদান তরুণ প্রজন্মকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং তাদেরকে জাতীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে। তিনি বৃত্তি কার্যক্রম জোরদার করতে সদস্যদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

অ্যালামনাই এর অন্যান্য সংবাদ