ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

ডুপা'র বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত

২০২৬ জানুয়ারি ১৭ ২১:২৯:২৬

ডুপা'র বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপা) এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে (অ্যালামনাই ফ্লোর) এই সভা অনুষ্ঠিত হয়। সভা শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক সাধারণ সভা ২০২৫-এর আহবায়ক ফজলুল করিম আবিদ, বিশিষ্ট ব্যবসায়ী। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ডুপা'র গত বছরগুলোর কার্যক্রম এবং অর্জিত সাফল্য তুলে ধরেন।

ডুপা'র মহাসচিব এএসএম হুমায়ুন কবির, ডিজি, এনআইডি এবং কোষাধ্যক্ষ আহসান হাবিব, ম্যানেজার, জনতা ব্যাংক বার্ষিক প্রতিবেদনে গত বছরের কার্যক্রম, অ্যালামনাইদের অবদান, আর্থিক রিপোর্ট এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড উপস্থাপন করেন। গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবনা উপস্থাপন করেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ, যা সভায় আলোচনার পর অনুমোদন করা হয়।

সভায় ২০২৬-২৭ সালের নতুন নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর মুসলেহ উদ্দিন আহমেদ, পিএইচডি, সাবেক উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জালাল আহমেদ, চেয়ারম্যান বিইআরসি এবংমহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এএসএম হুমায়ুন কবির ডিজি, এনআইডি।

এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক মোবাশ্বের মোনেম, চেয়ারম্যান, পিএসসি; সৈয়দা লাসনা কবির, চেয়ারম্যান, লোক প্রশাসন বিভাগ; এবং এ টি এম আব্দুল বারী ড্যানী, সদস্যসচিব, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এছাড়াও নবনির্বাচিত এক্সিকিউটিভ মেম্বার মোহাম্মদ এরশাদ খান এবং লোক প্রশাসন বিভাগের শিক্ষক, বর্তমান ছাত্রছাত্রী ও বিভিন্ন ব্যাচের অ্যালামনাইগণ উপস্থিত ছিলেন।

সভায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং ডুপা'র ক্রিকেট দলকে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষ হয় ডুপা'র নবনির্বাচিত সভাপতি জালাল আহমেদ এবং বিদায়ী সভাপতি সেলিম আহমেদের বক্তব্যের মাধ্যমে।

অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন ৫২তম ব্যাচের শিক্ষার্থী মায়িশা মমতাজ এবং সাকিবুল বাশার।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। প্রস্তাব অনুযায়ী, চলতি ২০২৬ সালের... বিস্তারিত