ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৭:২৮:৪৬

শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের শুরু থেকেই শেয়ারবাজারে স্থিতিশীলতা দৃঢ় হতে শুরু করেছে। বিশেষ করে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সূচক ও লেনদেন দুই ক্ষেত্রেই উচ্ছ্বাস দেখা গেছে। তবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিছুটা মৃদু পতন লক্ষ্য করা গেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, এটি সাময়িক এবং বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তবে শেয়ারবাজারে সাম্প্রতিক মৃদু পতনের পেছনে দায়ী করা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)কে পাঠানো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি চিঠিকে। বাজার সংশ্লিষ্টদের মতে, এই চিঠি বাজারের স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদী কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। বিনিয়োগকারীদের আস্থা এখনও অটুট এবং বাজার খুব দ্রুত পুনরুদ্ধার হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট এনবিআর থেকে বিএসইসিকে একটি চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন থেকে যারা ৫০ লাখ টাকা বা তার বেশি মূলধনী আয় করেছেন, তাদের আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত তথ্য পাঠাতে হবে। গত ১৪ সেপ্টেম্বর বিএসইসি সিকিউরিটিজ হাউজগুলোতে ওই চিঠির অনুলিপি পাঠিয়ে নির্ধারিত ছকে তথ্য পাঠানোর জন্য নির্দেশনা দেয়।

চিঠির বিষয়টি বুধবার বাজারে চাউর হয়। যার ফলে বুধবার থেকে টানা গত দুই দিন বাজারে পতন প্রবণতা চলছে। বুধবার ডিএসইর সূচক কমেছে ১৭ পয়েন্টের বেশি এবং বৃহস্পতিবার ৪২ পয়েন্টের বেশি। তবে এ সময়ে লেনদেন সামান্য কমলেও বিনিয়োগকারীরা বাজারে আস্থা ধরে রেখেছেন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সমপ্ত অর্থবছরের শুরুর মাসে অর্থাৎ জুলাই মাসে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা যে পরিমাণ লোকসানের মুখে ছিলেন, গত ১১ মাসেও সেই লোকসান কাটিয়ে উঠতে পারেনি। সুতরাং ৫০ লাখ টাকার বেশি মুনাফা পাওয়া বিনিয়োগকারী খুঁজে পাওয়া খুবই মুস্কিল হবে। এছাড়া, ৫০ লাখ টাকা বেশি মুনাফ হলে বিনিয়োগকারীরা ট্যাক্স দিতে বরাবরই প্রস্তৃত।

এ বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, বিএসইসি চায় বিনিয়োগকারীরা সব সময় মুনাফায় থাকুক। বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করাই বিএসইসির প্রধানতম লক্ষ্য। তিনি বলেন, এটি এনবিআর-এর চিঠি। নিয়ম মোতাবেক বিএসইসি সংশ্লিষ্টদের কাছে প্রেরণ করেছে। এতে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এই চিঠিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এসকে/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত