ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২
রূপালী ব্যাংকের আসছে 'রূপালীক্যাশ' বন্ধ হচ্ছে 'শিওরক্যাশ'

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক সম্প্রতি তাদের মোবাইল আর্থিক পরিষেবা (এমএফএস) 'শিওরক্যাশ' বন্ধ করে দিয়েছে। ব্যাংকটি এখন নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে একটি নতুন প্ল্যাটফর্ম, 'রূপালীক্যাশ', চালু করতে যাচ্ছে।
দীর্ঘদিন ধরে রূপালী ব্যাংক তাদের প্রযুক্তি অংশীদার প্রগতি সিস্টেমস লিমিটেড-এর সাথে শিওরক্যাশ পরিচালনা নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছিল। কোভিড-১৯ মহামারীর পর প্রগতি সিস্টেমস তাদের ব্যবসার মডেল পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। এর ফলে তারা শিওরক্যাশের ডেটা সেন্টার ও সংশ্লিষ্ট সিস্টেমগুলো রূপালী ব্যাংকের কাছে হস্তান্তর করে। এরপর ব্যাংক উন্নত সুবিধা নিয়ে একটি নতুন ব্র্যান্ড চালুর সিদ্ধান্ত নেয়।
'রূপালীক্যাশ'-এর সুবিধা
রূপালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংকই একমাত্র মোবাইল ব্যাংকিং পরিষেবা প্রদান করছে। 'রূপালীক্যাশ' গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে ডিজাইন করা হয়েছে।
এর মাধ্যমে গ্রাহকরা যেসব সুবিধা পাবেন:
• ইকেওয়াইসি-ভিত্তিক অ্যাকাউন্ট খোলা: সহজে ডিজিটাল অ্যাকাউন্ট খোলা যাবে।
• আর্থিক লেনদেন: নগদ জমা, উত্তোলন, ওয়ালেটের মধ্যে ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স ও লেনদেনের বিবরণ দেখা যাবে।
• পেমেন্ট: মোবাইল রিচার্জ, বেতন গ্রহণ ও বিতরণ, এবং মার্চেন্ট পেমেন্ট করা যাবে।
• ফ্রি ট্রান্সফার: রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 'রূপালীক্যাশ' ওয়ালেটে কোনো চার্জ ছাড়াই টাকা পাঠানো যাবে।
• ভবিষ্যতে, এই প্ল্যাটফর্মে আরও নতুন সুবিধা যুক্ত হবে, যেমন: সঞ্চয়, ক্ষুদ্রঋণ, রেমিট্যান্স, ই-কমার্স, ক্রেডিট কার্ড লেনদেন এবং এটিএম ক্যাশ-আউট।
দেশের এমএফএস বাজারের চিত্র
বর্তমানে বাংলাদেশে ১৩টি এমএফএস (MFS) প্রদানকারী প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে বিকাশ, নগদ এবং রকেট বাজারের প্রধান অংশ নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাস পর্যন্ত দেশে এমএফএস অ্যাকাউন্টের মোট সংখ্যা ছিল ১৪ কোটি ৫৮ লাখ এবং লেনদেনের পরিমাণ ছিল ১ লাক ৪৮ হাজার ৫৬৬ কোটি টাকা।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- ২৪ সেপ্টেম্বর ডুয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী, থাকবে নানা আয়োজন
- বিনিয়োগকারীদের সচেতন করতে টিভি স্ক্রলে বিশেষ বার্তা
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- থেমে গেল বড় বিনিয়োগকারীদের মুনাফার তথ্য তদারকি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক