ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে 'সেলস ফেয়ার' অনুষ্ঠিত 

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৬:০৩:১৩

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে 'সেলস ফেয়ার' অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণ আজ দিনভর শিক্ষার্থীদের সেলস অভিজ্ঞতার রঙিন আয়োজনে মুখরিত। মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচের উদ্যোগে আয়োজিত ‘সেলস ফেয়ার’ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়ে চলছে বিকেল পাঁচটা পর্যন্ত।

মেলার প্রধান পৃষ্ঠপোষক আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড। সকাল থেকেই শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় মেলাকে উৎসবমুখর করে তোলে। শুধু ব্যবসায় শিক্ষা অনুষদ নয়, অন্যান্য অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরাও যোগ দিয়ে পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছেন।

আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি আবু সাদিক কায়েমসহ অন্যান্য সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন। নতুন ভিপিকে কাছে পেয়ে শিক্ষার্থীরা কুশল বিনিময় ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে ওঠেন।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রেদুয়ান মিয়া জানান, প্রতিবছর এই ফেয়ারের চেষ্টা করা হলেও সর্বশেষ এটি অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে।

চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী জুলফিকার মাহমুদ মুন্না বলেন, আমাদের ‘সেলস ম্যানেজমেন্ট’ কোর্সের ব্যবহারিক অ্যাসাইনমেন্ট হিসেবেই এই আয়োজন। এবার ১৬টি স্টল বসানো হয়েছে, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কাজ করে বাস্তব সেলস অভিজ্ঞতা অর্জন করছে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত