ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২
ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল আজ দেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে নেপালের স্থানীয় সময় বিশ্বের অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলু (৮,১৬৩ মিটার) জয় করে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন।
১ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করে তমাল কঠিন আবহাওয়া, তীব্র শীত এবং বিপজ্জনক পথ পাড়ি দিয়ে এই গৌরব অর্জন করেছেন। অভিযানের দায়িত্বে থাকা নেপালের খ্যাতনামা সংস্থা ‘সেভেন সামিটস’ জানিয়েছে, বর্তমানে তমাল নিরাপদে ক্যাম্প–৪-এর পথে নেমে আসছেন এবং তার শারীরিক অবস্থাও স্থিতিশীল। বাংলাদেশের সমন্বয়ক মহিউদ্দিন আল মুহিত বলেন, “তমালের এই সাফল্য কেবল তার একার নয়, এটি পুরো বাংলাদেশের অর্জন। তার একাগ্রতা, সাহস ও দীর্ঘ প্রস্তুতি আজ সফল হয়েছে।”
তমাল গত ১৪ বছর ধরে দেশ-বিদেশে ট্রেকিং ও উচ্চ পর্বতারোহণে নিয়মিত অংশগ্রহণ করছেন। তিনি ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক ও উচ্চতর প্রশিক্ষণ লাভ করেছেন। এর আগে তিনি ৫০০০–৬০০০ মিটার উচ্চতার সাতটি এবং ৬৫০০ মিটার উচ্চতার দুটি পর্বত জয় করেছেন। উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে প্রথম বাংলাদেশি হিসেবে শীতকালীন অভিযানে থার্পু চুল্লি জয়, ভাগীরথী–২ (৬৫১২ মিটার) জয় এবং গত বছর মাউন্ট আমা দাবলাম (৬৮১৪ মিটার) আরোহণ।
মানাসলু তার প্রথম ‘আট-হাজারী’ শৃঙ্গ হলেও বিশেষত্ব হলো, এই অভিযান কোনো প্রাতিষ্ঠানিক বা করপোরেট অর্থায়ন ছাড়াই সম্পন্ন করেছেন তমাল। নিজস্ব অর্থায়নে এই চূড়ায় পৌঁছে তিনি দেশের পর্বতারোহণ ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এর আগে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার তাকে জাতীয় পতাকা তুলে দেন। আয়োজকরা বলেন, “তরুণ প্রজন্মকে পর্বতারোহণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, মানাসলু পশ্চিম-মধ্য নেপালের মানসিরি হিমালে অবস্থিত। এর নাম এসেছে সংস্কৃত শব্দ ‘মনসা’ থেকে, যার অর্থ ‘বুদ্ধি’ বা ‘আত্মা’, তাই মানাসলু মানে দাঁড়ায় ‘আত্মার পর্বত’। ১৯৫৬ সালে জাপানি পর্বতারোহী তোশিও ইমানিশি ও গ্যালজেন নরবু প্রথম শীর্ষে পৌঁছান। উচ্চতায় অষ্টম হলেও, মানাসলু বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- ২৪ সেপ্টেম্বর ডুয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী, থাকবে নানা আয়োজন
- বিনিয়োগকারীদের সচেতন করতে টিভি স্ক্রলে বিশেষ বার্তা
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- থেমে গেল বড় বিনিয়োগকারীদের মুনাফার তথ্য তদারকি