ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

২০২৫ সেপ্টেম্বর ২৫ ০৯:৪০:২৯

পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকের সময়সূচি বা আলোচিত বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, একই দিনে প্রধান উপদেষ্টা 'অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ' শীর্ষক মার্কিন-বাংলাদেশ ব্যবসায়ীদের গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি আয়োজিত হয় নিউ ইয়র্কের একটি হোটেলে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (USBBC) মাধ্যমে, যেখানে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এছাড়া, ড. ইউনূস সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টবের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ