ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী

২০২৫ সেপ্টেম্বর ২৩ ০০:১৮:৪৪

এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ৫০ লাখ টাকার বেশি ক্যাশ গেইন করা বিনিয়োগকারীদের তথ্য চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চিঠির বিষয়ে শেয়ারবাজারের প্রতিক্রিয়া অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, "এটি একটি স্বাভাবিক সরকারি প্রক্রিয়া, যা এমন আতঙ্ক সৃষ্টি করার মতো ছিল না।"

তিনি আরও বলেন, "এনবিআরের ৫০ লাখ টাকা ক্যাশ গেইন সংক্রান্ত একটি সাধারণ চিঠি নিয়ে শেয়ারবাজারে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এটি সরকারি দপ্তরের নিয়মিত অভ্যন্তরীণ কাজের অংশ। এনবিআরের ৩১ অক্টোবরের মধ্যে হালনাগাদ কর আয়ের তথ্য সংগ্রহ করার সময়সীমা আছে। তাই বাজারের এমন প্রতিক্রিয়া গ্রহণযোগ্য নয়।"

আনিসুজ্জামান চৌধুরী বলেন, তথ্য প্রদানে কোনো সমস্যা থাকার কথা নয়। তিনি বলেন, "এখানে কোনো অনিয়মের অভিযোগ আনা হয়নি। তাহলে এত ভয় কেন? আমাদের বাজারের অংশগ্রহণকারীদের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত।"

একই সেমিনারে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী ভুল করে শেয়ারবাজার থেকে স্থায়ী আয়ের প্রত্যাশা করেন। তিনি বলেন, "যদি কোনো কোম্পানি ভালো না করে, তাহলে বিনিয়োগকারীদেরও লোকসানের ভাগ নিতে হবে। ডিএসই-এর উচিত বিনিয়োগকারীদের শিক্ষা দেওয়া যে শেয়ার বা বন্ড স্থায়ী লাভের নিশ্চয়তা দেয় না।"

এদিকে, শেয়ারবাজার টানা চতুর্থ দিনের মতো দরপতনের শিকার হয়েছে। গত এক সপ্তাহে ডিএসইএক্স সূচক ১৭২ পয়েন্ট কমেছে। বাজার মূলধন কমেছে প্রায় ৮ হাজার ২৪৭ কোটি টাকা এবং দৈনিক লেনদেন কমে এই মাসের শুরুর দিকের প্রায় ১ হাজার কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকায় নেমে এসেছে।

বাজার সংশ্লিষ্টরা জানান, এনবিআরের চিঠিটি বিএসইসি কর্তৃক তাড়াহুড়ো করে এবং কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই স্টক এক্সচেঞ্জে পাঠিয়ে দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরফলে বাজারে বিক্রি বেড়ে যায় এবং দরপতন ঘটে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত