ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সিপিবি'র নতুন সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন

২০২৫ সেপ্টেম্বর ২৫ ১০:২২:৪৮

সিপিবি'র নতুন সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর ত্রয়োদশ কংগ্রেসের পর গঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা বুধবার (২৪ সেপ্টেম্বর) পুরানা পল্টনের মুক্তিভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায়সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ ক্বাফী রতন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাহী কমিটির অন্যতম সদস্য।

সভায় ৮ সদস্যের একটি সভাপতিমণ্ডলীও গঠন করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন: মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার এবং মো. আমিনুল ফরিদ।

এর আগে ২২ সেপ্টেম্বর শেষ হওয়া ত্রয়োদশ কংগ্রেসে প্রতিনিধিদের ভোটে ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, শাহীন রহমান, লক্ষ্মী চক্রবর্তী, পরেশ কর, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আনোয়ার হোসেন রেজা, কাজী রুহুল আমীন, সাজেদুল হক রুবেল, লুনা নূর, আবিদ হোসেন, ফজলুর রহমান, এম এম আকাশ, মৃণাল চৌধুরী, মন্টু ঘোষ, দিবালোক সিংহ, এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, মনোজ দাশ, মো. কিবরিয়া, আসলাম খান, নিমাই গাঙ্গুলী, লাকী আক্তার, মানবেন্দ্র দেব, সাদেকুর রহমান শামীম, এস এম শুভ, আহসান হাবিব লাবলু, মহসিন রেজা, সুব্রতা রায়, রেবেকা সরেন, সাজিদুল ইসলাম, মঞ্জুর মঈন, এস এম শহীদুল্লাহ সবুজ এবং সুকান্ত শফি চৌধুরী।

রাজনৈতিক বিশ্লেষকরা আশা করছেন, নতুন কমিটির হাত ধরে সিপিবির কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। বিশেষ করে সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনের নেতৃত্বে দলের অভ্যন্তরীণ সংগঠন ও রাজনৈতিক কৌশল নতুন দিকনির্দেশনা পাবে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত