ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

হামাসকে অস্ত্র সমর্পণ করার আহ্বান ফিলিস্তিন প্রেসিডেন্টের

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১০:৫৭:৪৪

হামাসকে অস্ত্র সমর্পণ করার আহ্বান ফিলিস্তিন প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কে অনুষ্ঠিত এক বিশ্ব সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস ও তার মিত্র সংগঠনগুলোকে তাদের অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেছেন, একটি একক, আইনশাসিত ও বৈধ নিরাপত্তা বাহিনিসহ একটি ঐক্যবদ্ধ ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ছাড়া স্থায়ী শান্তি আসবে না।

মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চল নিয়ে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন এবং ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ফ্রান্স ও সৌদি আরব আয়োজিত ওই বৈশ্বিক সম্মেলন সোমবার জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে যোগ দিয়েছিলেন জাতিসংঘের অধিকাংশ সদস্যরাষ্ট্র; তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মেলন বয়কট করেছে।

আব্বাস নিজে সম্মেলনে যাওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় সরাসরি উপস্থিত হতে পারেননি; তাঁর বক্তব্যের ভিডিও রেকর্ড করে তা পাঠানো হয়। ভিডিওবার্তায় আভাস দিয়েছেন যে গাজার যুদ্ধাবসান হলে তিন মাসের মধ্যে তৎকালীন একটি অন্তর্বর্তী সরকার গঠন করে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন আয়োজন করা হবে—যা অন্তর্বর্তী সংবিধান মেনে পরিচালিত হবে।

তিনি আরও বলেছে, “হামাস এবং তাদের মিত্ররা অবশ্যই তাদের সমস্ত অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। আমরা চাই একটি একীভূত প্রশাসন যেখানে সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র থাকবে না, পুরো রাষ্ট্র একই আইনের অধীনে চলবে এবং একটি বৈধ নিরাপত্তা বাহিনী থাকবে।”

পশ্চিম তীরের শাসক গোষ্ঠীটি সমাজে সাধারণত ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) নামে পরিচিত; এটি স্বাধীনতাকামী বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর জোট এবং এর প্রধান দল ফাতাহ। মাহমুদ আব্বাস একই সঙ্গে পিএ ও ফাতাহ উভয়ের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব।

গাজার বিবরণীতে বলা হয়েছে, এক সময়ে গাজায় ফাতাহ শাসন করলেও ২০০৬ সালের নির্বাচনে হামাস বিজয়ী হয়। ২০০৭ সালের শেষ নাগাদ হামাস গাজার নিয়ন্ত্রণ কড়ায় নেয় এবং তৎপর্যপূর্ণভাবে ফাতাহকে উপত্যকা থেকে বিতাড়িত করে — পরের প্রায় ১৯ বছর ধরে গাজার নিয়ন্ত্রণ ঢালাওভাবে হামাসের হাতে বজায় রয়েছে। ২০০৬ সালের পর থেকে গাজায় আর কোনো নির্বাচনের আয়োজন হয়নি।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত